চীন ডাব্লিওটিওতে যোগ দেয়ার পর ৫ বছরে বাণিজ্যিক আইনবিধি ও ব্যবস্থা সমন্বিত করতে অনেক চেষ্টা করেছে এবং সার্বিক ও মনোযোগ দিয়ে ডব্লিওটিওকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে।
চীনের রাষ্ট্রীয় পরিষদ কার্যালয়য়ের পরিচালক ছাও খাং থাই ১৭ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, এই ৫ বছরে চীন নতুন সৃষ্টি ও সংশোধিত আইন মোট ২১টি, এবং স্থানীয় প্রায় ২ লক্ষ আইনবিধি সংশোধন করেছে। এসব সংশোধিত ও নির্মিত আইনবিধি প্রধাণত বাণিজ্য, মেধাসত্ব রক্ষা এবং পুঁজি বিনিয়োগ ক্ষেত্রের।
তিনি আরো বলেছেন, ডাব্লিওটিওতে যোগ দেয়ার পর চীন বিদেশ সংক্রান্ত ব্যবস্থা আরো পরিচ্ছন্ন ও উন্মুক্ত করেছে। যাতে সংশ্লিষ্ট আইন সারা দেশে চালু করা যায় এবং তা বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদের স্বীকৃতি পায়।
|