 ফিলিস্তিনের হামাস ও ফাতাহ গ্রপ ১৭ ডিসেম্বর একমত হয়েছে যে, তারা গাজা অঞ্চলের সংঘর্ষ বন্ধ করবে।
সংঘর্ষ বন্ধের মধ্যস্ততাকারী প্রয়াসকারী ডেমোক্রেটিক ফ্রন্ট ফোর দি লিবারেশন অব ফিলিস্তিনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সালাহ জিদান জানান, দু'পক্ষ একমত হয়েছে যে, অবিলম্বে সামরিক সংঘর্ষ বন্ধ করে পরস্পরের গ্রেফতারকৃত সৈন্যদের মুক্তি দেবে। তিনি বলেন হামাস ও ফাতাহ পরে এ বিষয়ে যৌথ ঘোষণা দেবে।

জিদান আরো বলেছেন, দু'পক্ষ একটি যৌথ তদন্ত কমিটি গঠনের ব্যাপারে একমত হয়েছে। এই তদন্ত কমিটির প্রধান লক্ষ্য হলো সম্প্রতি সংঘটিত হামলা তদন্ত করা। এর মধ্যে রয়েছে গত সপ্তাহে ফিলিস্তিনী প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াকে হত্যা প্রচেষ্টা।

|