v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-18 14:59:42    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৬/১২/১৮

cri
    কিছু দিন আগে দক্ষিণ-পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের ওয়েনচৌ শহরে চীনের ১০০টিরও বেশি বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশ্বের ৫০০টি সেরা শিল্পপ্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত ৩০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার ভবিষ্যত দিক ও সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এবারের আলোচনার বিষয় ছিল "স্থানীয় হওয়া ও আন্তর্জাতিকায়ন সহযোগিতার সুযোগ গ্রহণ"। ২১ ডিসেম্বর অর্থনীতির অগ্রযাত্রা আসরে ইউ কুয়াং য়ুএ চীনের বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান ও আন্তঃদেশীয় কোম্পানির মধ্যেকার সহযোগিতা সম্পর্কিত কিছু তথ্য জানিয়ে দেবেন।

    পেইচিংয় ভ্রমণকারী পর্যটকদের মধ্যে এমন একটি কথা প্রচলিত রয়েছে, "মহাপ্রাচীরে না গেলে সত্যি বীর হবেন না, পিকিং ডাক না খাওয়া সত্যি সত্যিই পরিতাপের ব্যাপার।" এ কথাটা কিন্তু ঠিক । ২১ ডিসেম্বর চলুন বেড়িয়ে আসি আসরে ইউ কুয়াং য়ুএ বিশ্ববিখ্যাত সেই পিকিং ডাকের কথাই আপনাদের বলবেন। বিশেষ করে পেইচিংয়ের দুটি নামকরা রেস্তোরাঁপিয়ান ঈ ফাং ও ছুন জু দে এর পরিচয় তুলে ধরবো।

    গত গ্রীষ্মকালের শুরু থেকে দক্ষিণ-পশ্চিম চীনের ছুংছিং শহরে ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা কবলিত হয়েছে। এ শহরের ৪০টি জেলার মধ্যে ৩৯টিতে খরা দেখা দিয়েছে। এ প্রলয়ংকরী প্রকোপের ফলে মনুষ ও গবাদিপশুর খাবার পানির দারুণ অভাব দেখা দিয়েছে। ফসলের গুরুতর ক্ষতি হয়েছে। বনে অগ্নিকান্ড ঘটেছে এবং ফসলের উত্পাদন ও জীবনযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। অথচ এ ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের সামনে ছুংছিংবাসীরা অদম্য সংগ্রাম করে শেষ পর্যন্ত এ বিপর্যয়কে জয় করেছেন। ২০ ডিসেম্বর সমাজ দর্পন আসরে শি চিং উ এ সম্পর্কে কিছু বলবেন।

    গত তিন বছরে চীনের নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত এলাকার গ্রামাঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিনিধিদের পাঠানোর ব্যবস্থা চালু হয়েছে এবং বিজ্ঞান রক্ষায় ও বিপদে বিষয়ক প্রতিনিধি এবং কৃষকদের স্বার্থ ও আশংকায় সমভাগী হওয়ার ব্যবস্থা গড়ে ওঠেছে। এ ব্যবস্থার কল্যাণে গ্রামাঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিনিধিরা পর্যায়ক্রমে নিংসিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষির বহুমুখী উত্পাদনের সামর্থ্য বাড়ানোর ক্ষেত্রে একটি প্রাণশক্তিতে পরিণত হয়েছে। ২২ ডিসেম্বর শি চিং উ এ সম্পর্কে কিছু বলবেন।

    চীনের বহু সংখ্যালঘু জাতির লোকেরা নাচ গান পরিবেশনে পারদর্শী। দীর্ঘকাল ধরে তারা উত্পাদন ও জীবনযাপনের অনুশীলনে নাচ গানের বৈচিত্র্যময় অনুষ্ঠান রচনা করেছেন। ২৩ ডিসেম্বর ওরা অনন্য আসরে দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের পাথাং জেলায় বসবাসকারী তিব্বতী জাতির লোকদের লোক নৃত্যের সংগীত --- পাথাং স্যুয়ান চি প্রসঙ্গে থাং ইয়াও খান আপনাদের কিছু বলবেন।

    তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।