চীনে বৈদেশিক পুঁজিবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনা করে ট্রেডইউনিয়নের মাধ্যমে শ্রমিকদের বৈধ অধিকার রক্ষার এক গুরুত্বপূর্ণ পদ্ধতি তে পরিণত হয়েছে ।
২০০৬ সালের জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়ের মধ্যে চীনে খুচরা বিক্রির বৃহত্তমকোম্পানিমাল-মার্টের সব কটি শাখায় ট্রেডইউনিয়ন গঠন করা হয়েছে । নিখিল চীনের জেনারেল ট্রেডইউনিয়নের ভাইস চেয়ারম্যান স্যু চেনহুয়ান সম্প্রতি বলেছেন , ট্রেডইউনিয়নের দায়িত্ব হল শ্রমিকদের ইচ্ছা ও ট্রেডইউনিয়নের প্রস্তাবকেসকলের ঐক্যমতে পরিণত করা এবং সুষম ও স্থিতিশীল শ্রম-সম্পর্ক প্রতিষ্ঠাকে ত্বরান্বিত করা ।
পূঁজি শক্তিশালী ও শ্রমিকদুর্বল এই অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রমিকদের বৈধ অধিকার রক্ষার জন্যে এবং যাতে শ্রমিকরাশিল্পপ্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের ফলাফল ভোগ করতে পারে তার জন্যে চীনের ট্রেডইউনিয়ন শ্রমিক ও মালিকদের মধ্যে আলোচনারব্যবস্থা গ্রহণ করেছে ।
অনুমাণ করা হচ্ছে , ২০০৬ সালের শেষ নাগাদ চীনে বৈদেশিক বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানে ট্রেডইউনিয়নের অনুপাত ৬০ শতাংশে দাঁড়াবে ।
|