সাম্প্রতিক বছরগুলোতে চীন লান ছাংচিয়াং থেকে মেই কোং নদী পর্যন্ত জলপথের নির্মাণকাজ জোরদার করে আসছে । ২০১০ সাল নাগাদ এই জলপথে মাল পরিবহনের পরিমাণ ১৫ লাখ টন হবে এবং যাত্রী পরিবহনের পরিমাণ দাঁড়াবে ৪ লাখে ।
গত কয়েক বছরে চীন লান ছাংচিয়াং থেকে মেই কোং নদী পর্যন্ত আন্তর্জাতিক নৌ পরিবহনে বৈদেশিক উন্মুক্তকরণ নীতি চালু করার এক প্রধান ক্ষেত্র হিসেবে গ্রহণ করেছে । চীন সরকার ইউয়ুনান প্রদেশের লান ছাংচিয়াং নদীর জলপথ নির্মাণে২০ কোটি রেনমিনপি বিনিয়োগ করেছে । ২০০১ সালে চীন ,লাওস, মিয়ানমার ও থাইল্যান্ড এই ৪টি দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবেনৌচলাচল শুরু হয়েছে । আজ লান ছাংচিয়াং থেকে মেই কোং নদী পর্যন্ত জল পথ আন্তর্জাতিক নৌ পরিবহনের পথে পরিণত হয়েছে ।
লান ছাংচিয়াং --মেই কোং নদী এশিয়ায় ৬টি দেশকে সংযোজন করা একমাত্র আন্তর্জাতিক নদী । চীনের ছিংহাই -তিব্বত মালভূমিতে তার উত্স । তার মোট দৈর্ঘ্য ৪৮৮০ কিলোমিটার । এর মধ্যে ২১৩০ কিলোমিটার চীনের ইউয়ুনান প্রদেশের সিশুয়াংবানা অঞ্চলথেকে প্রবাহিত হয়ে মেই কোং নদী নামে লাওস , মিয়ানমার , থাইল্যান্ড , কাম্পুচিয়া ও ভিয়েতনামের মধ্য দিয়ে প্রশান্ত মহা সাগরে গিয়ে মিশেছে ।
|