২০০৬ সালে চীনে ভ্রমণ করতে আসা বিদেশী পর্যটকের সংখ্যা ১২ কোটি ৪০ লাখ ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে ।
চীনের জাতীয় পর্যটন প্রশাসনের উপ মহাপরিচালক চাং সিওয়েন ১৬ ডিসেম্বর দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেনতু শহরে এই তথ্য প্রকাশ করেন । তিনি বলেছেন , ২০০৬ সালে মূলভূভাগে ভ্রমণ করতে আগত হংকং , ম্যাকাও ও তাইওয়ানের পর্যটকের সংখ্যা ৯ কোটি থেকে ১০ কোটি হবে । বিদেশী পর্যটকের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে ।
জানা গেছে , ২০০৬ সালে চীনের অভ্যন্তরের পর্যটক সংখ্যা এবং চীনের বিদেশগামী পর্যটকের সংখ্যা যথাক্রমে নতুন রেকর্ড সৃষ্টি করবে বলে অনুমান করা যাচ্ছে ।
|