২০০৭ সালে চীন অভ্যন্তরীণ ক্ষেত্রে বিদেশের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞগণদের কাজে লাগাবে। এ সময় অর্থনীতি ও অর্থনৈতিক প্রযুক্তিগত ক্ষেত্রে বিদেশী বিশেষজ্ঞের সংখ্যা হবে দশ হাজার। এ ছাড়াও শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও স্বাস্থ্য ক্ষেত্রে বিশ হাজার বিদেশী বিশেষজ্ঞকে ব্যবহার করবে।
জানা গেছে, আগামী বছরে বিদেশী প্রতিভা অন্বেষণের কাজ হচ্ছে আন্তর্জাতিক প্রতিভা বাজার সৃষ্টি এবং চীনের জরুরী ক্ষেত্রগুলোতে শ্রেষ্ঠ বিদেশী বিশেষজ্ঞদের নিয়োগ করা হবে। তাছাড়া, চীন বিদেশ থেকে ফিরে আসা চীনা ব্যক্তিদের উদ্ভাবনী শক্তিকেও এলাকার পরিচালনার কাজে লাগানোর বিষয়টিকেও জোরদার করবে। যাতে বিদেশী প্রতিভাবান বিশেষজ্ঞ এবং চীনা প্রতিভাবাণ ব্যক্তিদের সমন্বয়ে বিভিন্ন সার্বিক বাস্তবায়ন সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়।
|