|
 |
(GMT+08:00)
2006-12-17 18:09:56
|
চীন ও পাকিস্তানের যৌথ সামরিক মহড়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে
cri
 " মৈত্রী ২০০৬"নামে চীন ও পাকিস্তানেরসন্ত্রাস দমন সংক্রান্তযৌথ সামরিক মহড়া ১১ ডিসেম্বর উত্তর পাকিস্তানে শুরু হয়েছে এবং তা ১৮ ডিসেম্বর শেষ হবে । সামরিক সাজসরঞ্জাম প্রদর্শন, প্রকৌশল ও রণকৌশল প্রশিক্ষণবিনিময় এবং গোলাগুলি বিনিময় সহ চীন ও পাকিস্তানের এই "মৈত্রী২০০৬" নামে যৌথসামরিক মহড়া দুভাগে বিভক্ত । চীনের ছেনতু সামরিক অঞ্চলের একটি ইউনিট এবং পাকিস্তানের স্থলবাহিনীর ৮০তম পাহাড়ি ব্রিগেডের এক ব্যাটালিয়ান ও এক কোম্পানির সামরিক সদস্যরামহড়ায় অংশ নিচ্ছে ।এবারের যৌথ সামরিক মহড়ার উদ্দেশ্য হল , চীন ও পাকিস্তান দুই দেশ ও দুই সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কেরসম্প্রসারণকরা , পারস্পরিক সামরিক আস্থাজোরদার করা , পাহাড়ি এলাকায় সন্ত্রাস দমনের অভিজ্ঞতা বিনিময় করা , সন্ত্রাস দমনে দু দেশের সেনাবাহিনীর যৌথভাবে যুদ্ধ করার সামর্থ্য বাড়ানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে সন্ত্রাস দমনের পরিবেশ সৃষ্টি করা ।

|
|
|