ফিলিস্তিনের প্রেসিডেন্টমাহমুদ আব্বাস ১৬ ডিসেম্বর রামাল্লাহ শহরে এক ভাষণে বলেছেন, তিনি যততাড়াতাড়ি সম্ভব নির্দিষ্ট সময়ের আগেই বিধান কমিটির নির্বাচন ও প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুস্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন ।

তিনি বলেছেন, ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃত্বাধীন সরকারকে ভেঙ্গে দেয়ার অধিকার তাঁর রয়েছে । এটা তাঁর সাংবিধানিক অধিকার । তিনি যে কোনো সময় এই অধিকার প্রয়োগ করতে পারেন । তিনি জোর দিয়ে বলেছেন , সরকারকে ভেঙ্গে দেয়ার অর্থ এই দাঁড়াবে না যে , ফিলিস্তিন গৃহযুদ্ধে নিমজ্জিত হবে ।
হামাস সঙ্গে সঙ্গে আব্বাসের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে । ফিলিস্তিন স্বায়ত্তশাসন সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আল জাহাদ গাজায় বলেছেন , আব্বাসের সিদ্ধান্তফিলিস্তিনী জনগণের নির্বাচনের অধিকারকে লংঘণ করেছে বলে তা গ্রহণযোগ্য নয় । বিদেশ অবস্থানরত ফিলিস্তিনের কয়েকটি দলের নেতারা এদিন দামাস্কাসে এক যুক্ত বিবৃতিতে আব্বাসের সিদ্ধান্তকেঅস্বীকার করে ফাতাহ ও হামাসের মধ্যে সংলাপের মাধ্যমে জাতীয় যুক্ত সরকার গঠনের দাবী জানিয়েছেন ।

একই সময় আব্বাসের সিদ্ধান্তের প্রতি ইস্রাইল , যুক্তরাষ্ট্র, বৃটেন ও ই ইউ সমর্থন জানিয়েছে । আরব লীগের মহা সচিব আমুর মুসা মনে করেন যে , এটা ফিলিস্তিনের অভ্যন্তরীণ ব্যাপার ।
|