২০০৮ সালের অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবকড্রাইভার হিসেবে ১০০ সআবেদনকারীদের পরীক্ষা ১৬ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । এ নির্বাচন থেকে শুরু করে ২০০৮ সালের অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কাজ শুরু হলো।
এ পর্যন্ত ৬২০০ স্বেচ্ছাসেবকড্রাইভারহিসেবে আবেদনকারী যোগ্যতা পরীক্ষায়পাশ করেছেন । তারা গাড়ি চালানোর কৌশল , ইংরেজী ভাষায় কথাবার্তার মান ও অলিম্পিক গেমসের সাধারণ জ্ঞান এই তিন দিক থেকে পরীক্ষাগ্রহণ করবেন ।
জানা গেছে , ২০০৮ সালের অলিম্পিক গেমসে মোট ৩০০০ স্বেচ্ছাসেবকড্রাইভার লাগবে । গেমস চলাকালে তারা আন্তর্জাতিক অলিম্পিক গেমস কমিটি ও বিভিন্ন দেশের প্রতিনিধি দলের জন্যে পর্যটন , সাক্ষাত ও প্রতিযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে সেবা করবেন ।
|