১৫ ডিসেম্বর রাতে ১৫তম এশিয়ান গেমস কাতারের রাজধানী দোহায় শেষ হয়েছে ।
৪৫টি দেশ ও অঞ্চলের ১০ হাজারেরও বেশি ক্রীড়াবিদ গেমসটিতে ৪২৪টি স্বর্ণ পদক নিয়ে প্রতিযোগিতা করেছেন ।১৫দিনব্যাপী এবারের গেমসে ২৬টি দেশ ও অঞ্চল স্বর্ণপদক অর্জন করেছে । মোট ৩৮টি দেশ ও অঞ্চল পদক পেয়েছে । এর মধ্যে চীন দল ১৬৫টি স্বর্ণপদক, ৫৮টি রৌপ্যপদক আর ৬৩টি ব্রোঞ্জ পদক পেয়ে স্বর্ণপদকের ও পদকের সংখ্যারদিক থেকে প্রথম স্থান অধিকার করেছে । দক্ষিণ কোরিয়া ও জাপান যথাক্রমে স্বর্ণপদকেরতালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানের অধিকারী হয়েছে ।এশিয়ার ক্রীড়াজগতেএখনো চীন , দক্ষিণ কোরিয়া ও জাপান এই তিনটি দেশের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতায় প্রধান্য রয়েছে । কিন্তু কিছু খেলার ইভেন্টে মধ্যএশিয়া ও পশ্চিম এশিয়ার দেশগুলোর কিছু অগ্রগতি হয়েছে । এবারের গেমসে মেয়েদের ভার উত্তোলনে ৫টি বিশ্ব রেকর্ডসৃষ্টি হয়েছে । এর মধ্যে ৪টি রেকর্ডচীনা খেলোয়াড়রা সৃষ্টি করেছেন ।
দোহা এশিয় গেমসের সাংগঠনিকদের আন্তরিক দায়িত্ব পালনের জন্য অংশগ্রহণকারী প্রতিনিধি দল ও সংবাদমাধ্যমগুলোর ভূয়সী প্রশংসা লাভ করেছে ।
১৬তম এশিয়ান গেমস ২০১০ সালে দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরে অনুষ্ঠিত হবে ।
|