নেপালের ক্ষমতাসীন জোট ও সরকার-বিরোধী সশস্ত্র দল ১৬ ডিসেম্বর কাঠমন্ডুতে খসড়া অস্থায়ী সংবিধান সম্পর্কে একমত হয়েছে । এভাবে নেপালে অস্থায়ী সরকার গঠনের পথ সুগম হয়েছে ।
পুরো এক রাতের আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রী গিরিজা প্রাসাদ কৈরালাসহ নেপালের ক্ষমতাসীন জোটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং সরকার-বিরোধী সশস্ত্র দলের নেতা প্রাচান্দা খসড়া অস্থায়ী সংবিধান সম্পর্কে একমত হয়েছেন ।
এ অস্থায়ী সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী দেশের সমস্ত প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন ।
নেপালের মন্ত্রিসভা ও সংসদের অনুমোদন পাওয়ার পর এ অস্থায়ী সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে ।
|