চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৬ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন , চীন আন্তর্জাতিক জ্বালানীর স্থিতিশীলতা , নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সংরক্ষণের ক্ষেত্রে অবদান রাখতে ইচ্ছুক ।
পেইচিংয়ে অনুষ্ঠিত ৫টি দেশের জ্বালানী মন্ত্রীদের এক অধিবেশনে অংশ নেয়া বিদেশী জ্বালানী মন্ত্রীরা চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সংগে সাক্ষাত করার সময় তিনি এ কথা বলেছেন । তিনি আরো বলেন , চীন সরকার জ্বালানর সাশ্রয়ের এক সমাজ গড়ে তোলার চেষ্টা করছে এবং নীতি , প্রযুক্তি ও পুঁজি বিনিয়োগের ওপর নির্ভর করে বিপুল প্রয়াসের সংগে জ্বালানী সাশ্রয়ের কাজ চালিয়ে যাচ্ছে । তিনি বলেন , কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের যুক্তিযুক্ত ব্যবহার ও উন্নয়নর পাশাপাশি চীন সরকার বায়ু শক্তি ও সৌর শক্তিসহ নবায়ণযোগ্য শক্তি উন্নয়নের উদ্যোগও নিচ্ছে ।
ওয়েন চিয়া পাও বলেছেন , চীন সরকার বিভিন্ন দেশের সংগে জ্বালানীর ব্যবহার ও উন্নয়ন , বিশেষ করে জ্বালানীর সাশ্রয় , ফলপ্রসূতা বাড়ানো , বিকল্প জ্বালানীর উন্নয়ন এবং জ্বালানীর পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ।
৫টি দেশের জ্বালানী মন্ত্রীরা বলেছেন , জ্বালানীর ক্ষেত্রে ৫টি দেশের অভিন্ন স্বার্থ রয়েছে এবং সংগে সংগে তারা অভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীণ হচ্ছে ।
|