১৫ ডিসেম্বর চীনের বাণিজ্যমন্ত্রণালয় প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথম ১১ মাসে চীন ৫৪.২৬৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক পুঁজি ব্যবহার করেছে। তা গত বছরের একই সময়ের চেয়ে ২.১৪ শতাংশ বেশী।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ১১ মাসে চীন ৩৭ হাজারেরও বেশী বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। তা গত বছরের একই সময়ের চেয়ে একটু কম।
১৯৭৮ সালে সংস্কার ও মুক্তদ্বার নীতি বাস্তবায়নের পর, চীন সব সময় সক্রিয়ভাবে বৈদেশিক পুঁজি আকর্ষণ করছে। গত ১৫ বছর বিশ্বে চীন হল বিদেশী ব্যবসায়ীদের সরাসরি সবচেয়ে বেশী পুঁজি বিনিয়োগকৃত দেশ। চীন সরকারের ব্যবস্থাপনা অনুযায়ী, আগামী কয়েক বছরে চীন অধিকতরভাবে বৈদেশিক পুঁজি ব্যবহারের মান উন্নত করবে এবং বিদেশী ব্যবসায়ীদের গবেষণা কেন্দ্র, উন্নত ও নতুন প্রযুক্তি শিল্প, জ্বালানী সাশ্রয় ও লোকসান কমানো এবং পরিবেশ সংরক্ষণ শিল্প, আধুনিক কৃষি এবং আধুনিক পরিসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে পুঁজি বিনিয়োগে উত্সাহীত করবে।
|