v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-15 20:27:23    
গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলায় শহর থেকে ফিরে আসা গ্রামীণ শ্রমিকরা

cri
    বেশ কয়েক বছর আগে চাকরি করার জন্য বহু গ্রামীণ শ্রমিক গ্রামাঞ্চল থেকে শহরে গিয়েছিলেন । এখন পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী , তাদের বাড়ি নির্মাণ ও বিয়ে করার পরিকল্পনা আপাততঃ বাস্তবায়িত হয়েছে । জন্মস্থানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তাদের মধ্যে বহু লোক শহর থেকে পাওয়া , জ্ঞান, প্রযুক্তি ও পুঁজি নিয়ে গ্রামাঞ্চলে ফিরে এসেছেন ।

   গ্রামে ফিরে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার এক ধরনের নতুন পরিবেশ দেখা দিয়েছে । ফলে গ্রামাঞ্চলের নির্মাণকাজ বিকশিত হওয়ার পাশাপাশি অধিক থেকে অধিকতর গ্রামীণ শ্রমিক শহর থেকে গ্রামে ফিরে এসেছেন । নতুন গ্রামাঞ্চলের নির্মাণকাজে তারা একটি অপরিহার্য শক্তিতে পরিণত হয়েছেন ।

    গ্রামীণ শ্রমিক লু ফুং তেং তার জন্মস্থান কুই চৌ প্রদেশের লু তিয়ান জেলার খাং লি গ্রামে ফিরে এসেছেন । একটি ফলমূল খামার গড়ে তোলার জন্য তিনি বেশ কিছু গ্রামবাসীকে উত্সাহ দিয়েছেন । এই ফলমূল খামারে প্রধাণতঃ কমলালেবু চাষ করা হয় । বছরে প্রতি কৃষক পরিবারের মাথাপিছু গড়পড়তা আয় ২০ হাজার ইউয়ানেরও বেশি হয়েছে ।

    উত্তর চীনের হোপেই প্রদেশের ফুনিন জেলার কৃষক মা চি সিং খুব দরিদ্র ছিলেন । অর্থাভাবে তিনি উচ্চ মাধ্যমিক স্কুল থেকে পাস করার পর লেখাপড়া থেকে বিরত হন । চাকরির জন্য তিনি শহরে যান । দশ বারো বছর চাকরি করে তিনি শহরের প্রযুক্তি শিখেছেন । কম্পিউটার প্রশিক্ষণ স্কুল স্থাপনের জন্য তিনি জন্মস্থানে ফিরে এসেছেন ।

    লো চি ছি দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের শিপান গ্রামের অধিবাসী । যখন তিনি হাইনান প্রদেশে চাকরি করতেন , তখন তিনি ইট তৈরীর কলাকৌশল শিখেছেন । তিনি গ্রামে ফিরে এসেছেন । ইট কারখানা গড়ে তোলার জন্য তিনি তার ৩০ হাজার ইউয়ান আমানত ব্যবহার করেছেন । এখন এই কারখানার বার্ষিক আয় ২ লাখ ইউয়ানেরও বেশি ।

    কৃষি মন্ত্রণালয়ের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান বিষয়ক ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী , এখন চীনের শহরগুলোতে ১২ কোটি গ্রামীণ শ্রমিক চাকরি করছেন । এর পাশাপাশি আধুনিক কৃষি বিকশিত করা ,শিল্প ও বাণিজ্য সংস্থা গড়ে তোলার জন্য প্রায় ৫০ লাখ গ্রামীণ শ্রমিক যার যার জন্মস্থানে ফিরে গিয়েছেন । তাদের শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা সমগ্র দেশের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানের মোট সংখ্যার এক পঞ্চমাংশ ।

    শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য গ্রামীণ শ্রমিকরা গ্রামাঞ্চলে ফিরে আসায় কৃষকদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হয়েছে । এতে কৃষি ও গ্রামাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে । কোন কোন পন্ডিত মনে করেন যে , শহরে গ্রামীণ শ্রমিকরা চাকরি করার মাধ্যমে পুঁজি , প্রযুক্তি , ব্যবস্থাপনা , তথ্য , জ্ঞান প্রভৃতির সঞ্চয় করেছে ।

    হোনান প্রদেশের লিচা গ্রামের লি ওয়ে তুং শহরে বহু বছর চাকরি করে জন্মস্থানে ফিরে এসেছেন । তিনি একটি উত্কৃষ্ট বিস্কুট তৈরী কারখানা স্থাপন করেছেন । ফলে কৃষকরা শ্রমিকে পরিণত হয়েছেন এবং তাতে স্থানীয় অর্থনৈতিক কাঠামো পুনর্গঠিত হয়েছে ।

    শহরে চাকরি করা কৃষকদের গ্রামে ফিরে আসায় কৃষি কাঠামোর রদবদলও ত্বরান্বিত হয়েছে । গ্রামীণ শ্রমিকরা শহরে চাকরি করার মাধ্যমে গ্রামের অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় বৈচিত্র্যময় প্রযুক্তি, তথ্য এমন কি পুঁজি নিয়ন্ত্রণ করেছেন । এর ভিত্তিতে গ্রামের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাষাবাদ , পশু ও মত্স চাষ এবং কৃষি ও পার্শ্বজাত দ্রব্যের প্রক্রিয়াকরণ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে ।

    গ্রামীণ শ্রমিকদের গ্রামাঞ্চলে ফিরে আসা গ্রামের নগরায়নের বিকাশ ত্বরান্বিত করার পাশাপাশি স্থানীয় কৃষকদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করেছে । পরিসংখ্যান অনুযায়ী , শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য সমগ্র দেশের ৫০ লাখ গ্রামীণ শ্রমিক গ্রামে ফিরে গেলে ৩ কোটি কৃষকের কর্মসংস্থানের সুযোগ হবে । ফলে প্রত্যেক কৃষকের বার্ষিক আয় ৫ হাজার ইউয়ান বাড়বে ।

    গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য গ্রামীণ শিল্পপতিরা সাধারণতঃ জেলা শহর বাছাই করে থাকেন । কারণ জেলা শহর বাজারের নিকটে , যানবাহন সুবিধাজনক এবং ওখানের পানি ও বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থাও উন্নত । জেলা শহরে শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠান স্থাপন করায় ওখানের জনসংখ্যা বেড়ে যাবে , কর আদায়ের পরিমাণও বৃদ্ধি পাবে ।

    গ্রামীণ শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠান স্থাপনের জন্য গ্রামীণ শ্রমিকদের পুঁজির ওপর নির্ভর করতে হয় । ১ লাখ থেকে ১০ লাখ ইউয়ান পুঁজিবিনিয়োগ করলে সাধারণতঃ শ্রম শক্তি ও হস্তশিল্প-নির্ভর ছোট শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যায় । এই সব শিল্প প্রতিষ্ঠানের পণ্যদ্রব্যের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত মানও উন্নত নয় । যেমন কুই চৌ প্রদেশের তে চিয়াং জেলার ৫ হাজারেরও বেশি গ্রামীণ শ্রমিক গ্রামে ফিরে আসার পর চাষাবাদ , পশু পালন , মাল পরিবহন ও বাড়িঘর নির্মাণের কাজে নিয়োজিত আছেন । তাদের পুঁজি ২ কোটি ইউয়ানের একটু বেশি ।

    গ্রামীণ শ্রমিকদের ছোট শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য নানা বিভাগের কাছ থেকে সাটিফিকেটের ব্যবস্থা করা দরকার । মাটি ব্যবহার বিষয়ক সাটিফিকেট , পুঁজি সাটিফিকেট , পরিবেশ সংরক্ষণ বিষয়ক যাচাইপত্র , দমকল ও নিরাপত্তা সংক্রান্ত অনুমতিপত্র , উত্পাদন বিষয়ক অনুমতিপত্র , স্বাস্থ্য বিষয়ক অনুমতিপত্র , শিল্প প্রতিষ্ঠানের বাড়িঘর নির্মাণ নিয়ে পরিকল্পনা ও ডিজাইন এবং কর জমা দেয়াসহ বৈচিত্র্যময় ব্যবস্থা করার জন্য বহু খরচ দরকার । এটা দরিদ্র অঞ্চলের জন্য নিঃসন্দেহে একটি বিরাট চাপ । গ্রামীণ শিল্পতিদের এই বোঝা কমানোর জন্য বেশ কিছু অঞ্চলে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে । কৃষি বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী , বড় শহরগুলোকে কেন্দ্র করে ছোট শহরের উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম প্রণয়ন করা হবে ; প্রয়োজনীয় প্রযুক্তি অর্জন ও বাজার উন্মুক্ত করার জন্য গ্রামে ফিরে আসা গ্রামীণ শ্রমিকদের সাহায্য করা হবে ; ঋণ দানের ব্যবস্থা জোরদার করার মাধ্যমে গ্রামীণ শ্রমিকদের অর্থাভাবের সমস্যা নিরসন করা হবে এবং বৃত্তিমূলক শিক্ষা উন্নয়নের মাধ্যমে গ্রামীণ শ্রমিকদের গুণগত মান উন্নত করা হবে।