চীন-অষ্ট্রেলিয়া অবাধ বাণিজ্য অঞ্চল বিষয়ক সপ্তম আলোচনার ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ক্যানবেরায় অনুষ্ঠিত হয়। চীন ও অষ্ট্রেলিয়া উভয়েই মনে করে, এবারের আলোচনায় কল্যাণকর অগ্রগতি অর্জিত হয়েছে।
এবারের আলোচনায় দু'পক্ষ আনুষ্ঠানিকভাবে পণ্যদ্রব্য ও পরিসেবার বাণিজ্যিক ক্ষেত্রে বাজারে প্রবেশ অনুমোদন দেয়া প্রসঙ্গে আলোচনা শুরু করে। দু'পক্ষ পুঁজি বিনিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেছে। দু'পক্ষ আগামী আলোচনা থেকে যার যার অভিমতের ভিত্তিতে বিধি-নিষেধ নির্মূল করার উপায় নিয়ে আলোচনা করতে রাজী হয়েছে।
চীন ও অষ্ট্রেলিয়ার প্রতিনিধি দল দু'দেশের সংশ্লিষ্ট সরকারী বিভাগের প্রতিনিধিদের নিয়ে গঠিত। দু'পক্ষ আগামী বছরের মার্চ মাসের শেষ নাগাদ পেইচিংয়ে অস্টম বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
|