১৫ ডিসেম্বর চীনের পিপল্স ডেইলী পত্রিকার বিদেশী সংস্করণে এই পত্রিকার সংবাদদাতার সঙ্গে জাপানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইর এক সাক্ষাত্কার সম্পর্কিত একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে । ওয়াং ই সাক্ষাত্কারে বলেছেন , চীন ও জাপানের সম্পর্ক উন্নয়নের প্রবণতা বজায় রাখা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের স্বাভাবিক প্রসারের জন্য উভয় পক্ষের উচিত ইতিহাস ও তাইওয়ান সম্পর্কিত স্পর্শকাতর সমস্যাগুলোর সুষ্ঠু নিষ্পত্তি করা , চীন ও জাপানের মৈত্রীর সামাজিক ভিত্তি আরো মজবুত করা এবং পারস্পরিক কল্যানের ভিত্তিতে সহযোগিতা বাড়ানো ।
ওয়াং ই আরো বলেছেন , গত পাঁচ বছরে জাপানের সাবেক নেতৃবৃন্দ একগুয়েভাবে প্রথম শ্রেণীর যুদ্ধাপরাধীর স্মৃতিফলক সম্বলিত ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন , ফলে কুটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পর দু দেশের সম্পর্কসবচেয়ে কঠিন অবস্থায় পড়ে । এ বছরের ১৮ অক্টোবর জাপানের নতুন প্রধানমন্ত্রী চীন সফর করেন । তার সফর চীন- জাপান সম্পর্কের অচলাবস্থা ভেঙ্গে দেয় এবং দুদেশের সম্পর্ক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে যায় ।
চীন ও জাপানের সম্পর্কের ভবিষ্যত নিয়ে ওয়াং ই বলেছেন , রাজনৈতিক অচলাবস্থার অবসানের পর বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসার হচ্ছে । দু দেশের শীর্ষ নেতারা একাধিকবার বৈঠক করেছেন এবং জাপানের মন্ত্রীপরিষদ , সংসদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন । সামরিক ক্ষেত্রে দু দেশের আদান-প্রদানও আবার শুরু হয়েছে । এ সব থেকে প্রমানিত হয়েছে যে রাজনৈতিক বাধা অতিক্রম করার পর দু দেশের সম্পর্কে আবার বিকশিত হবে ।
|