আগামী পাঁচ বছরে চীন ছ'টি সম্পদ অনুসন্ধান উপগ্রহ নিক্ষেপ করবে
cri
আগামী পাঁচ বছরে চীন ছয়টি সম্পদ অনুসন্ধান উপগ্রহ উত্ক্ষেপন করবে । ১৪ ডিসেম্বর চীনের সম্পদ অনুসন্ধান উপগ্রহ কেন্দ্র এই তথ্য জানিয়েছে । বর্তমানে চীনের সম্পদ অনুসন্ধান উপগ্রহগুলোর উপাত্ত কৃষি , বন , জলপ্রকল্প , ভূমিসম্পদ , শহরাঞ্চলের গঠনকাজ , পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ তত্ত্বাবধান ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে । ছিংহাই -তিব্বত রেল পথ নির্মান, তিন গিরিখাত প্রকল্প ও পশ্চিম চীনের উন্নয়ন ইত্যাদি প্রধান প্রধান প্রকল্পে উপগ্রহগুলোর সংগ্রহ করা উপাত্তগুলো ব্যবহার করা হয়েছে ।
|
|