চীনের অর্থবাণিজ্যমন্ত্রণালয়ের বৈদেশিক পুঁজি বিনিয়োগ বিভাগের উপপ্রধান সুন পেং ১৪ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, বৈদেশিক পুঁজি বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠান চীনের বিজ্ঞান ও প্রযুক্তি যোতের সৃজনশীল কার্যক্রমের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে । চীন বৈদেশিক পুঁজি গবেষণা ক্ষেত্রে প্রবেশ করার জন্য আরো সুবিধা দেবে ।
"বিশ্বায়ন গবেষণা আন্তর্জাতিক ফোরামে" তিনি বলেছেন, বিদেশী ব্যবসায়ীরা তাঁদের বিশ্ব ও আঞ্চলিক গবেষণা কেন্দ্র চীনে প্রতিষ্ঠা করা এবং চীনের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা সংস্থা আর সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতাকে চীন উত্সাহ দেয় । চীনের অর্থবাণিজ্যমন্ত্রণালয় সংশ্লিষ্ট আইন প্রণয়ন করে বৈদেশিক পুঁজি বিনিয়োজিত গবেষণা কেন্দ্রের কাঁচামাল আমদানীও কর্মী নিয়োগসহ বিভিন্ন সমস্যার সমাধান করবে ।
পৃথিবীর অধের্কাংশের গবেষণা কোম্পানি বর্তমানে চীনে গবেষণা কার্যক্রম চালাচ্ছে । জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের তদন্ত থেকে জানা গেছে, ৬০ শতাংশেরও বেশি বহুজাতির কোম্পানি চীনকে ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তাঁদের বিদেশের প্রথম গবেষণা স্থান হিসেবে নির্ধারণ করেছে ।
|