চীন আর ব্রাজিলের তৈরী পৃথীবির সম্পদ উপগ্রহের উপাত্ত বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে
cri
১৪ ডিসেম্বর চীনের সম্পদ উপগ্রহ ব্যবহৃত কেন্দ্রের মহা পরিচালক গু জিয়েন নিন বলেছেন, চীন আর ব্রাজিলের যৌথ উদ্যাগোতৈরী পৃথিবীর সম্পদ উপগ্রহের উপাত্ত অধিক থেকে অধিকতর খদ্দেরদের স্বীকৃতি পেয়েছে। দু'দেশের যৌথ তৈরী সম্পদ এক নম্বর ও দুই নম্বর উপগ্রহ ১৯৯৯ আর ২০০৩ সালে চীনে উতক্ষেপিত হয়। এই উপগ্রহের উপাত্তজাত দ্রব্য ব্যাপকভাবে কৃষি, বন, জলসেচ , শহরাঞ্চল পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ সহ ক্ষেত্রে ব্যাবহার করা হয়েছে। গু জিয়েন নিন বলেছেন, বতর্মানে চীন বাংলাদেশ, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের কাছে উপগ্রহের উপাত্ত সরবরাহ করছে।
|
|