v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-14 19:05:35    
চীন সাংস্কৃতিক উত্তরাধিকার শিল্পের বিকাশ ত্বরান্বিত করছে

cri
    চীনের পেইচিং আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্তরাধিকার শিল্পের বিকাশ সংক্রান্তপ্রথম মেলা ১১ থেকে ১৪ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । চীনে সাংস্কৃতিক উত্তরাধিকার শিল্পের বিকাশ ত্বরান্বিত করা সংক্রান্ত এই কর্মসূচীর উদ্দেশ্য হচ্ছে দেশে-বিদেশে চীনের সাংস্কৃতিক উত্তরাধিকার বিকাশের জন্য একটি সুষ্ঠু বিনিময় ও সহযোগিতার প্ল্যাটফর্ম গড়ে তোলা । দেড় হাজার দেশী বিদেশী শিল্প প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে ।

    এই মেলা এমন একটি মেলা , যার মাধ্যমে সংস্কৃতি আর আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি যুক্ত হয়েছে । এই মেলা বেতার , ছায়াছবি , টেলিভিশন , কার্টুন, সফটওয়্যার ও শিল্পের ডিজাইনসহ ন'টি বিভাগে বিভক্ত করা হয় । সংবাদদাতা দেখলেন মেলায় প্রচুর দর্শকের ভিড় আছে ।

    চুং চেন সাংস্কৃতিক গোষ্ঠী এমন একটি কোম্পানি , যারা কু চেন নামে চীনের প্রাচীনকালের এক ধরনের ঐতিহ্যিক বাদ্যযন্ত্র তৈরী করে এবং কু চেন বিষয়ক সংস্কৃতি সম্প্রসারিত করে । এই কোম্পানির জেনারেল ম্যানেজার ওয়াং কুয়াং মিন সংবাদদাতাকে বলেছেন , এই মেলা সফল হয়েছে ।

    এই মেলায় কু চেন নামে এক ধরনের জাতীয় বাদ্যযন্ত্র প্রদর্শিত হয়েছে । এই বাদ্যযন্ত্র দিয়ে যে সংগীত বাজানো হয়েছে , তা দর্শকদের বেশ কদর পেয়েছে । কু চেন দিয়ে সংগীত পরিবেশন করার জন্য যুক্তরাষ্ট্র ও জার্মানীসহ বেশ কয়েকটি দেশের সাংস্কৃতিক সংস্থা তাদের কোম্পানিকে আমন্ত্রণ জানিয়েছে । বিদেশের সঙ্গে সহযোগিতার কর্মসূচীতে কু চেনের তৈরী , বিক্রি , বাদকদের প্রশিক্ষণ ও অভিনয়সহ নানা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে ।

    ৩ হাজার বছরেরও বেশি সময় পুরনো কু চেন চীনের এক প্রকার ঐতিহ্যিক বাদ্যযন্ত্র । ওয়াং কুয়াং মিন বলেছেন , সাম্প্রতিক বছরগুলোতে বিদেশে প্রচার ও অভিনয়ের মাধ্যমে কু চেন বিষয়ক সংগীত অনেক দেশে জনপ্রিয় হয়ে উঠেছে ।

    উন্নত দেশগুলোর তুলনায় চীনের সাংস্কৃতিক উত্তরাধিকারের বিকাশ বিষয়ক কর্মসূচী কার্যকরীকরণ পিছিয়ে রয়েছে । কিন্তু তা বলিষ্ঠ পদক্ষেপে প্রসারিত হচ্ছে। জানা গেছে , চীনে সাংস্কৃতিক উত্তরাধিকার বিকাশের শিল্প বছরে ১৫ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে । এই কর্মসূচী চালু হওয়ার পর যে মূল্য অর্জিত হবে , তা ৬ শো থেকে ৭ শো বিলিয়ন ইউয়ানে দাঁড়াবে ।

    পেইচিং আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্তরাধিকার শিল্প মেলায় চীনের সাংস্কৃতিক উত্তরাধিকার শিল্প উন্নয়নের প্রাণবন্ত শক্তি তুলে ধরা হয়েছে । মেলায় বর্জ্য পদার্থ দিয়ে প্রস্তুত বিচিত্র হস্তশিল্প দ্রব্যও প্রদর্শিত হয়েছে । পেইচিং চুং কুয়ান ছুন বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির উদ্যোগে সৌর শক্তি কাজে লাগিয়ে যে ওয়ান টাইম্ মোবাইল ফোন তৈরী করা হয়েছে , তা বহু দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে । এই ধরনের মোবাইল ফোনে একবার সৌর শক্তির সাহায্যে চার্জ দিলে দু' থেকে তিন দিন ব্যবহার করা যায় । মোবাইল ফোনের তৈরীর খরচ ৩ শো ইউয়ান । দু' এক বছর ব্যবহৃত হওয়ার পর তা বাদ দেয়া যায় । পরিবেশ সুরক্ষা ও জ্বালানী সাশ্রয়ী এই ধরনের মোবাইল ফোন ব্যাপক মোবাইল ফোন গ্রাহকদের জন্য উপযোগী ।

    মেলার কার্টুন খেলা বিভাগে হান ওয়াং বিজ্ঞান ও প্রযুক্তি কেম্পানির তৈরী পণ্যদ্রব্য দর্শকদের সমাদর পেয়েছে । এই কোম্পানির একজন দায়িত্বশীল ব্যক্তি সিয়া ছুন বলেছেন , দর্শকরা তাদের কোম্পানির পণ্যদ্রব্য খুব পছন্দ করেন । কোম্পানির পণ্যদ্রব্য অর্ডার করার জন্য বেশ কিছু বিদেশী কোম্পানি হান ওয়াং কোম্পানির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেছে ।

    এই মেলায় চীনের সাংস্কৃতিক উত্তরাধিকার বিকাশের কর্মসূচীর জন্য একটি বিশাল বাজার ও ভবিষ্যত্-সম্ভাবনা যোগানো হয়েছে এবং কার্টুন ও উন্টারনেট খেলার পরিসেবা এবং সফট্ ওয়্যার উন্নয়ন বিষয়ক কর্মসূচীও প্রচার করা হয়েছে ।