২০১০ সাল পর্যন্ত শাংহাইয়ে বায়ু শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদনের পরিমাণ ২ বা ৩ শো মেগ্যাওয়াট পৌঁছাবে। শাংহাইয়ে পূর্ব সাগরের সেতুর দু'পাশে চীনের অভন্তরভাগে প্রথম সামুদ্রিক বায়ু শক্তি বিদ্যুত্ কারখানা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই প্রকল্পে ৫০টি বড় উইন্ডমিল স্থাপন করা হবে। এসব উইন্ডমিল কয়েক শো মিটার উচু। এর ডায়ামিটার হচ্ছে ৬০ মিটারেও বেশী।
বিদ্যুত্ কারখানা প্রতিষ্ঠার পর প্রতি বছর ২০ কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুত্ উত্পাদন করা যাবে। বর্তমানে এই প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি কাজ চলচ্ছে।
খবরে জানা গেছে, শাংহাই শহর ব্যাপকভাবে বায়ু শক্তি, সৌর শক্তি, জীবানুবাহী শক্তি প্রভৃতি পুনঃব্যবহার্য জ্বানালীশক্তি উন্নয়ন ও ব্যবহার করছে। কয়লা ব্যবহার করে বিদ্যুত্ উত্পাদন করার অবস্থা ধাপে ধাপে কমছে।
|