চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক সম্পর্ক ব্যুর্রোর মহা পরিচালক ইউ জিয়েন হুওয়া ১৪ ডিসেম্বর পেইচিংএ বলেছেন, গবেষণা ক্ষেত্রে চীন বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা চালাতে প্রস্তুত এবং অন্যান্য দেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে ইচ্ছুক।
' বিশ্বব্যাপী আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত ফোরাম' ১৪ ডিসেম্বর পেইচিংএ অনুষ্ঠিত হয়েছে। ২০০ দেশী-বিদেশী কর্মকর্তা, বিখ্যাত বহুজাতিক কোম্পানির প্রতিনিধি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মহলের ব্যক্তিরাএই ফোরামে অংশ নিয়েছেন। এই ফোরামে মহা পরিচালক ইউ জিয়েন হুওয়া এ কথা বলেছেন।
গত ৫ বছরে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত গবেষণায় চীন মোট ৮৪০ কোটি রেন মিন পি বরাদ্দ করেছে। বতর্মানে চীন ১৫২টি দেশ ও অঞ্চলের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা সম্পর্ক স্থাপন করেছে।
|