আগামী বছর জাপানী আগ্রাসী বাহিনীর নানচিং হত্যাযজ্ঞের ৭০ তম বার্ষিকী । নানচিং শহরের তিন লাখ অধিবাসী এ হতাযজ্ঞে প্রাণ হারিয়েছেন । এ দুঃখজনক ঘটনার স্মরণে আগামী বছর ' নানচিং হত্যাযজ্ঞে নিহত অধিবাসীদের নামের তালিকা প্রকাশ করা হবে ।
এই বইতে নিহত অধিবাসীর নাম , লিঙ্গ , বয়স , ঠিকানা , জাপানী বাহিনীর নম্বর ও সংশ্লিষ্ট তথ্য থাকবে । নানচিং হত্যাযজ্ঞে নিহত অধিবাসীদের নাম খোঁজার কাজ ২০০৪ সালে শুরু হয় । তথ্য পাওয়ার জন্য কর্মীরা তাইপেই শহর , যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপে গিয়েছেন । এ পর্যন্ত প্রায় দশ হাজার অধিবাসীর তথ্য পাওয়া গেছে ।
এই বই নানচিং হত্যাযজ্ঞ সম্পর্কিত ঐতিহাসিক তথ্য সংক্রান্ত সামগ্রীর অন্যতম খন্ড হবে । গত বছর পর্যন্ত মোট ২৮টি খন্ড প্রকাশিত হয়েছে ।
|