১৩ ডিসেম্বর ছ'পক্ষীয় বৈঠকে অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধি দলের প্রধান, পূর্ব এশিয়া বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল ওয়াশিংটনে বলেছেন, তিনি আশা করেন ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ছ'পক্ষীয় বৈঠকে সাফল্য অর্জিত হবে ।
তিনি জোর দিয়ে বলেছেন, ছ'পক্ষীয় বৈঠক পুনরায় শুরুর উদ্দেশ্য হবে ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে গৃহীত "চতুর্থ দফার ছ'পক্ষীয় বৈঠকের যৌথ ঘোষণা"বাস্তবায়নকরা ।
তিনি চীন-মার্কিন সহযোগিতাকে উচ্চপর্যায়ের মূল্যবান করেছেন । তিনি বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের কোরিয় উপদ্বীপের পারমাণবিক অস্ত্র মুক্তকরণ সমর্থন করা উচিত ।
|