 চীন -মার্কিন প্রথমকৌশলগত অর্থনৈতিক সংলাপ ১৪ ডিসেম্বর পেইচিংয়ে শুরু হয়েছে । চীনের উপপ্রধানমন্ত্রী উ ই ও মার্কিন অর্থমন্ত্রী হেনরি পাওলসন দু'দিনব্যাপী এ সম্মেলন পরিচালনা করছেন । দু'পক্ষ বিশাল বাণিজ্যিক ভারসাম্যহীনতা এড়ানো, জ্বালানী সম্পদের নিরাপত্তা উন্নত করা ও পরিবেশ সংরক্ষণসহ নানা বিষয়ে আলোচনা করেছে ।

উ ই উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, চীন-মার্কিন কৌলশগত অর্থনৈতিক সংলাপে দু'দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কৌশলগত ও দীর্ঘকালীন সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করা হবে । এটা দু'দেশের পারস্পরিক আস্থাকে ত্বরান্বিত করার জন্য সহায়ক এবং দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ও গঠনমূলক সহযোগিতার উন্নয়ন ত্বরান্বিত করবে । তা বিশ্বের অর্থনীতির উন্নয়নের ওপর গভীর প্রভাব ফেলবে ।

এবারের সম্মেলন দু'দিন চলবে । এটা হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের যৌথ উদ্যোগে আয়োজিত দু'দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা ব্যবস্থা এবং ইতিহাসে দু'দেশের অর্থনীতি বিষয়ক সর্বোচ্চ উর্ধ্বতম অর্থনৈতিক কর্মকর্তাদের বিনিময় কর্মসূচি ।
|