১। চিউ জাই কো পর্যটন এলাকায় নয়টি তিব্বতী জাতির গ্রাম আছে বলে "চিউ জাই কো" এই নাম হয়েছে?
ক: হ্যাঁ খ: না
২। চিউ জাই কো আর হুয়াং লুং পর্যটন এলাকা উভয়ই বিশ্বের প্রাকৃতিক উত্তরাধিকারের তালিকাভুক্ত হয়েছে?
ক: হ্যাঁ খ: না
৩। সানসিংতুন ধ্বংসাবশেষ কত বছর ধরে স্থায়ী ছিল?
ক: ২০০০ বছর খ: ৫০০০ বছর
৪। সানসিংতুনে আবিষ্কৃত পুরাকীর্তির মধ্যে মনি দিয়ে তৈরি না ব্রোন্জ দিয়ে তৈরি দ্রব্যাদিতে সবচেয়ে নিখুঁতভাবে তখনকার চমত্কার প্রযুক্তিগত মান প্রতিফলিত হয়েছে?
ক: মনি দিয়ে তৈরি দ্রব্যাদি খ: ব্রোন্জ দিয়ে তৈরি দ্রব্যাদি
৫। এ্যমেই পাহাড় কি চীনের বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান?
ক: হ্যাঁ খ: না
৬। বিশ্বের বৃহত্তম ল্য পাহাড়ের বুদ্ধমূর্তির উচ্চতা কত মিটার?
ক: ৭০ খ: ৫০
৭। ছিংচেন পাহাড় কি চীনের দেশীয় ধর্ম--- তাও ধর্মের উত্স স্থানের অন্যতম?
ক: হ্যাঁ খ: না
৮। পৃথিবীতে সবচেয়ে ঐতিহাসিক জলসেচ প্রকল্প তু চিয়াং বাঁধের ইতিহাস কত বছরের ?
ক: ১৫০০ খ: ২০০০
৯। পাণ্ডার জন্মস্থান কি চীনের সিছুয়ানে?
ক: হ্যাঁ খ: না
১০। উওলুং সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চলে মোট কয়টি বন্য পাণ্ডা আছে?
ক: ১০০ খ: ২০০
উত্তরদাতার বিস্তারিত তথ্য(বাংলা ও ইংরেজীতে):
নামঃ
জন্ম তারিখঃ
লিঙ্গঃ
পেশাঃ
টেলিফোন নম্বরঃ
ই-মেইল ঠিকানাঃ
ডাক ঠিকানাঃ
|