চীনের অর্থনীতির দ্রুত বৃদ্ধি অন্যান্য দেশের জন্য সুযোগ যুগিয়েছে : বিশ্ব ব্যাংক
cri
 ১৩ ডিসেম্বর বিশ্ব ব্যাংক প্রকাশিত ' ২০০৭ সালে বিশ্বব্যাপী অর্থনীতির প্রত্যাশা' শিরোনামে রির্পোটে বলা হয়েছে, চীন আর ভারত সহ উন্নয়নশীল দেশের অর্থনীতির দ্রুত বৃদ্ধি অন্যান্য দেশের জন্য সুযোগ যুগিয়ে দিয়েছে। রির্পোটে বলা হয়, চীন, ভারত আর অন্যান্য নতুন বাজারের বিকাশ উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর রফতানির বৃদ্ধি পরিমাণ বাড়ানোর জন্য সুযোগ এনে দিয়েছে। চীন, ভারত সহ উন্নয়নশীল দেশগুলোর রফতানির পরিমাণ বাড়ানোর সঙ্গে সঙ্গে অন্যান্য দেশের জ্বালানীসম্পদ, প্রযুক্তির রফতানিও বাড়ানো হবে। তা ছাড়া, অর্থনীতির দ্রুত বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীন, ভারত সহ দেশগুলোর বেতন ও জীবনের মানও আপনাআপনি বাড়বে। রির্পোটে আরও বলা হয়েছে, অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় চীনে বেতন বৃদ্ধি হার বেশী। বিশ্ব ব্যাংকের এই রির্পোটে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, চলতি বছর বিশ্বের অর্থনীতির বৃদ্ধি হার ৩.৯ শতাংশতে পৌছবে বলে আশা করা হচ্ছে। রির্পোটে আরও বলা হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নশীল দেশসমূহের কার্যকলাপ বিশ্বব্যাপী দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করবে।
|
|