সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজ হচ্ছে চীনের জাতীয় দিবস। আমাদের মহান চীনের বয়স এখন ৫৭। দিনটি আজ সারা দেশে উদযাপিত হচ্ছে খুব আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। চীনা জনগণ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মাতৃভূতির জন্মদিন উদযাপন করে থাকে। হ্যাঁ, প্রিয় শ্রোতাবন্ধুরা, এই সুন্দর পয়লা অক্টোবরে আপনাদের সঙ্গে অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। তাহলে আসুন, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে সুন্দর ও সুরেলা কিছু গান উপভোগ করি।
বাংলাদেশের লালমনির হাট জেলার দিঘল টারী বসিন টারী গ্রামের মো: রাশিদুল ইসলাম রশিদ আমাদের অনুষ্ঠানে চীনের জাতীয় সঙ্গীতের দুটি লাইন শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধু, চীনের জন্মদিনে আমি আপনার চাওয়া পূরণ করছি। "বীরত্বপূর্ণবাহিনীর অগ্রযাত্রার গান"নামক চীনের জাতীয় গানটি শোনাচ্ছি। গানে বলা হয়েছে:
"জাগো !
দাস হতে অনিচ্ছুক মানুষেরা ।
আমাদের রক্ত-মাংস দিয়ে নতুন মহাপ্রাচীর গড়ো!
চীনা জাতির পরম সংকটময় মুহুর্তে,
সবাই উচ্চঃস্বরে ডাক দেয় লড়াইয়ের তরে ।
জাগো ! জাগো ! জাগো !
লাখো মানুষের এক মন এক প্রাণ ,
শত্রুর তোপ অগ্রাহ্য করে হও আগুয়ান !
শত্রুর তোপ তুচ্ছ করে হও আগুয়ান !
হও আগুয়ান! হও আগুয়ান ! হও আগুয়ান !
বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার ড্রীম ওয়েভ অ্যাটিয়ান্স ক্লাবের জাহাঙ্গীঁর কবীর রাজু এবং রেজওয়ানুল কবীর রিবু আমাদের অনুষ্ঠানে হাসানের গাওয়া একটি গান শুনতে চেয়েছেন। গানের প্রথম লাইন হলো: কবিতার মত যে চোখ দুটো এখন কোথায় তোমার। কিন্তু আমাদের হাতে "দেয়াল, দুটি হৃদয়ের মাঝে" নামে হাসানের এ্যালবামের এই গানটি নেই। তাই আমি হাসানের আরেকটা গান প্রচার করছি। গানের কথা হচ্ছে "এ্যাসিড নামের হিরোশিমা"।
বাংলাদেশের বগুড়া জেলার শশীকানী গ্রামের মো: জুলফিকার আলী হাসান আমাদের অনুষ্ঠানে রুনা লায়লার গাওয়া "নাই টেলিফোন নাইরে পিয়ন"নামে গানটি শুনতে চেয়েছেন। গানটি আমাদের কাছে নেই। তাই শিল্পীর গাওয়া আরকেটা গান শোনাবো। আশা করি আপনি পছন্দ করবেন। গানের নাম "ও বন্ধুরে প্রাণ বন্ধুরে"।
বাংলাদেশের রংপুর জেলার পূর্ব গোয়ালু গ্রামের গোয়ালু ডি.এক্স.রেডিও লিসনার্স ক্লাবের মো: মোস্তাফিজুর রহমান, শাহনাজ পারভীন লাভলী, আবীর ফয়সাল মোঃ সায়ীদ, বিজয়, পরিমল, নাছরিন ও বেলায়েত আমাদের অনুষ্ঠানে শিল্পী অনুরাধা পাড়োয়ালের গাওয়া যে কোন একটি গান শুনতে চেয়েছেন। এখন আমরা একসঙ্গে "বন্দিনী হৃদয় পিঞ্জরে" গানটি শুনবো।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার ভরতপুর গ্রামের ইয়াং স্টার ক্লাবের নরোত্তম কুমার এবং শিশির কুমার আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পী নোলকের কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, চলুন, বন্ধুরা, এখন "আমার গায়ে যতো দুঃখ" নামে নোলকের গাওয়া গানটি শুনবো।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আবার কথা হবে।
|