১২ ডিসেম্বর আয়োজিত এক তথ্য সম্মেলন থেকে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় , তথ্য ও প্রকাশন অধি দফতর সহ সরকারের সংশ্লিষ্ট দশ মন্ত্রণালয় যৌথভাবে নকল দমন তত্পরতায় যোগ দিয়েছে। জনসাধারণের অরিজিনাল অডিও-ভিডিও এবং সফটওয়্যার সহ ব্যবহার সামাগ্রী নকল বন্ধে সচেতনতা বাড়ানোএবারের তত্পরতা চালানোর প্রধান লক্ষ্য।
জানা গেছে, এবারের তত্পরতার প্রধান লক্ষ্য হল নকল পণ্যদ্রব্য উত্পাদনের উতসের উপর আঘাত হানা, নকল বিক্রেতাদের উঠিয়ে দেয়া, প্রকাশনালয়, ফটোকপি এবং ত্রুয়সহ ইউনিটের নথি ব্যবস্থাপনার কাঠামো সম্পূর্ণ করা , দৈন্যদিন পযর্বেক্ষণের উপর গুরুত্ব আরোপ করা।
চলতি বছরের জুলাই থেকে অক্টোবর মাস পযর্ন্ত উল্লেখিত দশটি মন্ত্রণালয় যৌথভাবে নকল বিরোধী অভিযানে যোগ দিয়েছে। যার ফলে ব্যবসায়ীদের আইন অনুসরণের সচেনতা বেড়েছে এবং কোন কোন বড় বড় শহরে অরিজিনাল পণ্যদ্রব্যের হার কিছুটা বেড়েছে।
|