চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে নৌ-পরিবহন ক্ষেত্রের সহযোগিতা ক্রমেই বাড়ছে । গত পাঁচ বছরে নৌ পরিবহনের বার্ষিকগড়পড়তা বৃদ্ধিহার ২২.৭ শতাংশ দাড়িয়েছে ।
১২ ডিসেম্বর দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিন শহরে অনুষ্ঠিত চীন-আসিয়ানের মধ্যে লানছান - মেকং নদীর নৌ পরিবহণ সহযোগিতা সংক্রান্ত এক আলোচনা সভায় চীনের যাতায়াত মন্ত্রণালয়ের সার্বিক পরিকল্পনা বিভাগের উপপ্রধান রেন চিয়েন হুয়া এ তথ্য জানিয়েছে । তিনি আরো বলেছেন , ২০০৫ সালে আসিয়ান দেশগুলোর কাছে চীনের নৌপরিবহনের মোট মূল্য ছিল ৬৬ বিলিয়ন মার্কিন ডলার , এ সংখ্যা আসিয়ান দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্যের মোট মূল্যের অর্ধেকেরও বেশি । লানছাং -মেকং নদীতে আন্তর্জাতিক নৌ পরিবহনের দ্রুত প্রসার হয়েছে । বর্তমানে এই আন্তর্জাতিক নদীতে বার্ষিক মাল পরিবহন পরিমান ছয় লাখ টনেরও বেশি , যাত্রীর সংখ্যা কয়েক ডজন হাজার । এ আন্তর্জাতিক নদী অববাহিকা অঞ্চলের দেশ ও অঞ্চলের বাণিজ্য বাড়ানো, লোকজনের সফর বিনিময় ও সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে ।
রেন চিয়েন হুয়া বলেছেন , চীন আসিয়ান দেশগুলোর সঙ্গে নৌপরিবহন উন্নয়ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করবে এবং প্রযুক্তি ও কর্মী প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টা চালাবে ।
|