এপেকের বার্ষিক শীর্ষ সম্মেলন ২০০৮ চিলিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। চিলি সরকার এর জন্যে মোট ১ কোটি মার্কিন ডলার পুঁজিবিনিয়োগ করবে।
জানা গেছে , এপেকের বার্ষিক শীর্ষ সম্মেলন ২০০৮-এর লক্ষ্য হচ্ছে " এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নের নতুন প্রতিশ্রুতি"। সম্মেলনে অবাধ বাণিজ্য চুক্তি, সংস্থার সংস্কার, দুর্নীতি বিরোধিঅবস্থান , ছোট ও মাঝারী ধরণের শিল্পপ্রতিষ্ঠান, মানবজাতির নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রের সমস্যা অন্তর্ভূক্ত থাকবে। প্রায় ১৫ হাজার প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন।এর ফলে পর্যটন শিল্পপ্রতিষ্ঠান ও বাণিজ্য ক্ষেত্রে মোট ১.৫ কোটি মার্কিন ডলার আয় করা সম্ভব হবে।
এপেক চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং জাপানসহ মোট ২১টি সদস্যদেশ নিয়ে গঠিত । এটা হচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় আর্থিক সহযোগিতা ফোরাম।
|