২০০৮ সালে প্রথমবারের মতো চীনে দেশব্যাপী দুষণের উত্স সম্পর্কিত জরীপ শুরু হবে । যাতে তিন বছরের মধ্যে দেশের সব দুষণ নিঃসরণের অবস্থা ভালভাবে জানা যায়।
চীনের রাষ্ট্রীয় পরিবেশ সুরক্ষা ব্যারোর প্রধান চৌ শেংসিয়ান ১২ ডিসেম্বর পেইচিংয়ে এ কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, আগামি কয়েক বছরে চীন দুষণ এবং পরিবেশ সংক্রান্ত পণ্যের তালিকা নির্ধারণ করবে । যাতে দুষিত পণ্যের উত্পাদন ও বাণিজ্যকে বন্ধ করা যায় । পরিবেশ রক্ষা করার জন্যে আর্থিক বিভাগও সংশ্লিষ্ট নীতিও নির্ধারণ করবে।
বর্তমান চীনের পরিবেশ দুষণের অবস্থা খুবই উদ্বেগজনক। বিভিন্ন ক্ষেত্রের দুষণ নিঃসরণের পরিমাণ বেশি বলে প্রাকৃতিক পরিবেশের অবনতিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হয়নি।
|