শ্রীলংকাস্থ জাতিসংঘের মানবিক সমন্বয় কার্যালয় ১২ ডিসেম্বর প্রকাশিত এক বিবৃতিতে যুদ্ধরত শ্রীলংকার সরকারী বাহিনী এবং এল.টি.টি.ই'র প্রতি নিরীহ লোকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে ।
বিবৃতিতে দু'পক্ষ আবাসিক অঞ্চলের ওপর হামলা বন্ধ করা ,অধিবাসীদের স্বেচ্ছায় সামরিক অঞ্চল থেকে চলে যাবার অনুমোদন দেয়া এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাকে যুদ্ধ সংঘটিত এলাকায় প্রবেশের অধিকার দেয়া এবং চিকিত্সার কাজ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে । বিবৃতিতে আরো বলা হয়েছে, জাতিসংঘ শ্রীলংকার যুদ্ধ বিদ্ধস্ত এলাকার নিরীহ লোকদের অবস্থার অবনতির ওপর গুরুত্ব দিচ্ছে ।
৮ ডিসেম্বর শ্রীলংকার সরকারী বাহিনী এবং এল.টি.টি.ই পূর্বাঞ্চলে পরস্পরের ওপর পাল্টা হামলা চালিয়েছে । এ হামলায় বহু নিরীহ লোক গৃহহীন হয়েছে ।
|