চীনের উপপ্রধানমন্ত্রীচেন ফেই ইয়েন বলেছেন , মাঝারী ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মান ও প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়ানোর জন্য শিল্পের বিন্যাস আরো যুক্তিযুক্ত করা উচিত এবং উন্নয়নের পরিবেশ আরো উন্নত করা উচিত । ১১ ডিসেম্বর চীনের মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠান সমিতি পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয় । উপপ্রধানমন্ত্রী চেন ফেই ইয়েন এ সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় এ কথা বলেছেন ।
তিনি আরো বলেছেন , গত কয়েক বছরে , বাজার অর্থনীতি ও সামষ্টিক নিয়ন্ত্রনের কল্যানে চীনে মাঝারী ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা দ্রুত বেড়েছে । এ সব শিল্পপ্রতিষ্ঠান চীনের অর্থনীতির বৃদ্ধি , প্রযুক্তিগত মান উন্নয়ন , নাগরিকদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছে । পরবর্তীকালে মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পন্যদ্রব্যের গুনগত মান আরো উন্নত করতে হবে , জ্বালানী শক্তি সাশ্রয় করতে হবে পরিবেশ রক্ষার ব্যবস্থা নিতে হবে এবং নিজের সামাজিক দায়িত্ব আরো ভালোভাবেপালন করতে হবে । এ ছাড়া মাঝারী ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে শ্রমশক্তি কেন্দ্রী শিল্প , আধুনিক পরিসেবা শিল্প, যন্ত্রপাতি তৈরী শিল্প ও হাইটেক শিল্প উন্নত করার প্রচেষ্টা চালাতে হবে ।
|