v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-12 19:11:30    
নতুন ও পুরো গান

cri
    এখন আপনারা যে গান শুনছেন, তা ১৯৯৫ সালে খুবই জনপ্রিয় গান '৯ সেপ্টেম্বর চান্দ্র বর্ষের মদমত্ততা'। এই গান চীনের বিভিন্ন এলাকার সংগীতা অনুরাগীদের মামে বিগুল জনপ্রিয়তা পেয়েছে। এ গানের শিল্পী ছেন শাউ হুয়া গানের সঙ্গে সঙ্গে বিখ্যাত হয়ে উঠেছেন। গানের কথা হলোঃ চান্দ্র বর্ষপঞ্জি ৯ সেপ্টেম্বর আবার ফিরে এসেছে। এই উত্সবে আমি শুধু একা। আমি নিজের শহরকে অনুভব করি। কারণ আমি শহরের বাইরে থাকি। দিনমান হেঁটে হেঁটে, ৯ সেপ্টেম্বরের অপেক্ষায় থাকি। অন্য শহরে সুরা নেই, শুভেচ্ছাও নেই। শুধু নিজের বাড়িতে নিজের কাছেই চান্দ্র বর্ষপঞ্জি ৯ সেপ্টেম্বর আছে। আত্মীয়স্বজন ও বন্ধুরা মিলে এক সঙ্গে বাড়িতে উদযাপন করি।

'চান্দ্র বর্ষপঞ্জি ৯ সেপ্টেম্বরের মদমত্ততা' শোনার পর, আমরা এখন এক সঙ্গে তার অন্য একটি গান শুনবো। এই গানটি শুনতে 'আগের গানের মতই মনে হতে পারে। কিন্তু শুনলে বোঝা যাবে আসলে গানটি ভিন্ন স্বাদের ভিন্ন মেজারের গানের কথা শুনতে শুনতে দক্ষিণ চীনের সুন্দর সব নদনদী আর প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যাবার মতো। আসুন, আমরা এক সঙ্গে এই গানটি শুনবো।

    (সংগীত-২)

     কে গানি নৌকাবেয়ে যায়, পানি ও বাতাস একই দিকে বয়ে যায়। পাথর পথের পর লাল লণ্ঠন প্রজ্বলিত করে নিবিষ্ট হৃদয়কে। 'লাল মেয়ে' যেন মদ ঢেলে-দেয়, তার হৃদয়ানুভূতি আগের মতোই গভীর। ৯ সেপ্টেম্বরের মেয়েটি যেন লাল মদ, চিরদিন আমার হৃদয়ে থাকে আমারই হয়ে।

    চলতি বছর গায়িকা হান হোং তার পঞ্চম এলবাম 'বিগলিত' প্রকাশ করেছেন। এলবামে গণ কল্যাণের গান, শান্তি প্রশংসা, যুদ্ধ বিরোধী গান এবং প্রকৃতি, পশু-পাখী ও পরিবেশ সংরক্ষণের গান রয়েছে। নতুন এলবামের গানগুলোর তাত্পর্য গভীর ও সামাজিকমূল্য রয়েছে। হান হোং-এর ধুপদী কন্ঠে এ সব গান গাওয়া খুব সুনিপূণ। আসুন, এক সঙ্গে এলবামের ছিংহাই-তিব্বত রেল পথ নির্মাণ করা সব শ্রমিকদের জন্য একটি গান 'আকাশ পথ' শুনি।

    (সংগীত-৩)

    আচ্ছা, বন্ধুরা, 'আকাশ পথ' শোনার পর, এখন 'লিং তিয়ান সঙ্গীত দলের একটি গান 'স্বপ্ন' শোনাবো।

    (সংগীত-৪)

    গানটিতে মানুষের হারানো দিনের স্মৃতি কথাকে স্মরণের মধ্য দিয়ে হৃদয়ানুভূতির কথা প্রকাশ করা হয়েছে। জানা গেছে, একবার লিংতিয়ান সঙ্গীত দল চীনের সিনচিয়াং-এ গিয়েছে। তারা স্থানীয়দের সরলমনা রীতি ও জাতির বিশেষ সঙ্গীত স্টাইল দেখে মুগ্ধ। সুতরাং গানে তারা সংখ্যালঘু জাতির সংস্কৃতির উপাদানকে যোগ করেছে। এর পাশা পাশি গানের বৈশিষ্ট্য বাড়ানোর জন্য সঙ্গীত দল কাঠের গিটার সহ বিভিন্ন সঙ্গীতের বিন্যাস সাধন করেছে। বিশেষ করে তারা মার্কিন প্রবাসী চীনা সঙ্গীতে ডক্টরেই গানের প্রথমে অংশে তার মূবেয ইংরেজী কথা বলিয়েছেন। মনে হয় যেন সবাই আস্তে আস্তে স্বপ্নের মতো সুন্দর দৃশ্যে প্রবেশ করে, স্মৃতি ও কল্পনার মধ্য দিয়ে স্বপ্নের সঙ্গে উড়ে যায় দূরে কোথাও।

    (সংগীত-৫)

    অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে, আমরা অভিনেতা ও গায়ক লু ই'র একটি গান 'বাম পার জুতা ডান পায় পাড়া' শুনবো। এই গান চলতি বছর তার প্রকাশিত এলবাম থেকে বাছাই করা। তার প্রথম এলবাম হচ্ছে আবেগপূর্ণ এলবাম। এবার তার এলবাম খুব প্রকৃতিগত। এলবামে ব্রিটিশ রক স্টাইল রয়েছে। বন্ধুরা এই গান থেকে অনুভব করতে পারবেন শিল্পীর অনুভূতিকে। লু ই বলেছেন, এ সব অনুভুতি হচ্ছে তার নিজের গুণ। যদিও এটা ঠিক তার স্টাইল নয়। তবুও সংগীত ক্ষেত্রে তিনি হচ্ছেন একজন নতুন গায়ক। সুতরাং তিনি আরো বেশী নতুন জিনিস সৃষ্টি করতে চান।