|
|
(GMT+08:00)
2006-12-11 20:58:21
|
ডাবলিওটিওতে অন্তর্ভূক্ত হওয়ার ৫ বছরে চীনে পরিকল্পনা অনুযায়ী বিপুল মাত্রার পুনরুদ্ধার কাজ চালানো হয়েছে
cri
১০ ডিসেম্বর পেইচিংএ চীনের রাষ্ট্রীয় পরিষদের আইন কার্যলয়ের বৈদেশিক ব্যুরোউপ মহা পরিচালক উ হাও বলেছেন, ডাবলিওটিওর অন্তভূর্ক্তিতে চীনের আইনগত গঠনে সার্বিক এবং সুদুরপ্রসারি প্রভাবের সৃষ্টি হয়েছে। গত ৫ বছর চীনে আইন ও অর্থনীতি ক্ষেত্রে১৯৪৯ সালের পর থেকে সবচেয়ে বড় আকারের সংস্কার ও সংশোধন কাজ চালানো হয়েছে। তিনি বলেছেন, ১৯৯৯ সালের শেষ দিকে কেন্দ্রীয় স্তরের আইনগত বিধান সংশোধন কাজ শুরু হয়। ২০০২ সালের ডিসেম্বর মাস নাগাদ কেন্দ্রীয় সরকার এক হাজারেরও বেশী সংশোধন কাজ করেছে। বিভিন্ন জায়গার সংশোধন কাজ ২০০১ সালের নভেম্বরে শুরু হয়। ২০০২ সালের জুন মাসের শেষ দিক পযর্ন্ত মোট ২০ লক্ষাধিক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেছেন এ সব ক্ষেত্রে চীন যে বিরাটাকারের সংশোধন আর পুনরুদ্ধার কাজ চালিয়েছে তা বিশ্ব বাণিজ্য সংস্থার অন্যান্য সদস্য দেশের ভূয়সী প্রশংসা পেয়েছে। তা ছাড়া, চীনের আইনগত গঠনের বিভিন্ন স্তরে বিরাট সাফল্য অর্জিত হয়েছে।
|
|
|