এ বছরের ১১ ডিসেম্বর বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাত্ ডাবলিও টি ও'তে চীনের যোগদানের ৫ বছর পূর্তি হয়েছে । গত ৫ বছরে চীন ডাবলিও টি ও'তে যোগদানের সময় দেয়া প্রতিশ্রুতি কার্যকর করেছে । চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এই মত প্রকাশ করেছেন যে , ভবিষ্যতে চীন অব্যাহতভাবে সংস্কার ও উন্মুক্ত নীতি প্রবর্তন এবং সামনের চ্যালেঞ্জ ও সুযোগ মোকাবেলা করবে ।
১১ ডিসেম্বর চীন আনুষ্ঠানিকভাবে বিদেশী ব্যাংকের জন্য রেন মিন পি বিনিময় করার কর্মসূচী চালু করেছে । এ থেকে বোঝা যায় , ডাবলিও টি ও'তে যোগদানের সময় চীনের দেয়া ৫ বছর মেয়াদী অন্তর্বর্তীকালের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত হয়েছে ।
চীনের বাণিজ্য মন্ত্রী বো সি লাই বলেছেন , ডাবলিও টি ও'তে যোগদানের ৫ বছর পূর্তিতে প্রতিপন্ন হচ্ছে যে , চীনের উন্মুক্ত নীতি প্রবর্তন শেষ হয় নি , বরং ভবিষ্যতে চীন অব্যাহতভাবে সংস্কার ও উন্মুক্ত নীতি প্রবর্তন করবে ।
চীন শিল্পের উন্নয়ন ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ডাবলিও টি ও'র নিয়মবিধি অনুযায়ী ব্যবস্থাপনা চালু করবে । এ থেকে বোঝা যায় না যে , চীন ডাবলিও টি ও'তে যোগদানের অন্তর্বর্তীকাল সম্পন্ন করার পর অরাজকতায় পরিণত হয়েছে । চীন মনে করে যে , চীনের উন্মুক্ত নীতি এখনো আইনসংগত ও সুশৃঙ্খল , ডাবলিও টি ও'র নিয়মবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ।
এই কর্মকর্তা আরো বলেছেন , ভবিষ্যতে চীন ডাবলিও টি ও'তে গঠনমূলক ভূমিকা পালন করবে , সক্রিয়ভাবে নিয়মবিধির প্রণয়নে যোগদান করবে , বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা আরো জোরদার ও উন্নয়ন করবে, একাগ্রচিত্তে বাণিজ্যিক সংঘর্ষ মোকাবিলা করবে এবং বাণিজ্যিক সংঘর্ষ নিরসনের ব্যবস্থার মাধ্যমে নিজের বৈধ অর্থনৈতিক অধিকার সুরক্ষা করতে প্রস্তুত রয়েছে । চীন উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সমন্বয় ও সহযোগিতা আরো জোরদার করবে , সবচাইতে অনুন্নত দেশগুলো ও অন্যান্য গরীব দেশগুলোকে যথাযাধ্য সাহায্য দেবে , যাতে যথাশীঘ্রদারিদ্র্য থেকে রেহাই পাওয়া ও অর্থনীতি উন্নয়ন করার জন্য তাদেরকে সাহায্য করা যায় ।
ডাবলিও টি ও'তে চীনের যোগদানের অর্ন্তবর্তীকাল শেষ হওয়ার পর সম্মুখীন নতুন অবস্থা প্রসঙ্গে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য বিভাগের মহাপরিচালক চাং সিয়াং ছেন বলেছেন , চীনের জন্য অন্তর্বর্তীকালের অবসান ঘটানো যেমন চ্যালেঞ্জ তেমনি সুযোগ ।
অন্তর্বতীকাল শেষ হওয়ার পর চীন আরো উন্মুক্ত নীতি গ্রহণ করে পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে বিদেশী পণ্যদ্রব্য ও পরিসেবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চালাবে । এটা চীনের জন্য যেমন একটি সুযোগ , তেমনি একটি চ্যালেঞ্জ । কারণ উন্মুক্ত নীতি আরো জটিল ও কঠোর হয়ে উঠবে । চীন বেশ কয়েকটি নতুন অবস্থা ও সমস্যার সম্মুখীন হবে ।
চাং সিয়াং ছেন বলেছেন , অন্তর্বর্তীকাল শেষ হওয়ার পর ডাবলিও টি ও'তে চীনের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ।
সুতরাং চ্যালেঞ্জ মোকাবিলা করা ও সুযোগ আঁকড়ে ধরার জন্য চীনের আরো বেশি বুদ্ধি প্রয়োজন । চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর বিশ্ব অর্থনীতি ও রাজনীতি গবেষণাগারের উপ-মহাপরিচালক লি সিয়াং ইয়াং বলেছেন ,
এই ৫ বছর মেয়াদী অন্তর্বর্তীকালের মাধ্যমে চীন পুরোপুরি অর্থনীতির বিশ্বায়নের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছে । চীন চীনের অর্থনীতি ও বিশ্ব অর্থনীতি উন্নয়নের পর্যায়ে রয়েছে । এই পর্যায়ে বিশ্ব সম্প্রদায়ে চীনের অবদান অধিক থেকে অধিকতর হয়ে উঠার পাশাপাশি চীন আরো বেশি বহনযোগ্য দায়িত্ব ও কর্তব্যও পালন করবে ।
|