১১ ডিসেম্বর ছিল চীনে বিদেশী ব্যাংকগুলোর পরিচালনা সংক্রান্ত নিয়মবিধি বলবতের প্রথম দিন । চীনের ব্যাংকিং তত্ত্বাবধান কমিটি নিয়মবিধি অনুযায়ী চীনের আটটি বিদেশী ব্যাংকের চীনা ব্যাংকের মতোএকই সুবিধা পাওয়ার আবেদন বিবেচনা করছে ।
১১ ডিসেম্বর চীনের বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের পর পাঁচ বছরব্যাপী অন্তবর্তীকাল শেষ হল । চীনের ব্যাংকিং তত্ত্বাবধায়ক কমিটি ইতোমধ্যে চীনে আটটি বিদেশী ব্যাংকের এই আবেদন গ্রহণ করেছে। চীনের ব্যাংকিং তত্ত্বাবধান কমিটি আটটি বিদেশী ব্যাংকের জমা দেয়া আবেদনাগুলো বিবেচনা করে তাদেরকে চীনা ব্যাংকগুলোর একই সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেবে ।
এই নিয়মবিধি অনুসারে আগামী বছরের পয়লা জানুয়ারী থেকে বিদেশী ব্যাংকগুলো চীনা ব্যাংকগুলোর মতো চীনে রেন মিন পির লেনদেন করতে পারবে এবং চীনা ব্যাংকগুলোর একই সুবিধা পাবে ।
|