আন্তর্জাতিক মানদন্ডে যদিও এখন তিব্বতে বয়স্ক লোকসংখ্যা বৃদ্ধির সমস্যা গুরুতর নয় , তবে তিব্বতের কিছু কিছু অঞ্চলে বয়স্ক লোকসংখ্যা বৃদ্ধির প্রবণতা দেখা দিয়েছে । কয়েক দিন আগে লাসায় অনুষ্ঠিত বয়স্ক লোকসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত একটি সম্মেলনে আমাদের সংবাদদাতা এই তথ্য পেয়েছেন ।
বর্তমানে তিব্বতে ৬০ বছরের বেশি এমন বয়স্ক লোকের সংখ্যা ২.২ লাখ , এটা গোটা অঞ্চলের মোট লোকসংখ্যার ৮ শতাংশের বেশি। লাসা ও রিকাচে শহরে বয়স্কলোকের সংখ্যা মোট লোকসংখ্যার ১০ শতাংশ ছাড়িয়েছে । তিব্বতে বয়স্ক লোকসংখ্যা বৃদ্ধির হার আগের চেয়ে দ্রুত হচ্ছে ।
বর্তমানে তিব্বতে মোট ১২২ টি সমাজ কল্যানমূলক প্রবীন নিবাস আছে । বয়স্ক লোকদের জীবন নিশ্চিত করার জন্য দুটি প্রধান সমস্যা সমাধান করতে হবে । এ দুটি সমস্যা হল সমাজকল্যান ব্যবস্থার ভারসাম্যহীনতা ও অর্থবরাদ্দ যথেষ্ট নয় ।
|