 এ বছরের প্রথম ১১ মাসে চীনের সিনেমা হলগুলোতে টিকিট বিক্রি থেকে মোট ২.২ বিলিয়ন ইউয়ান আয় হয়েছে , ডিসেম্বর মাসে আরো ৩০ কোটি ইউয়ান আয় হবে বলে অনুমান করা হচ্ছে । এ সব আয়ের বেশির ভাগ দেশি চলচ্চিত্রগুলো থেকে আসে ।

চীনের জাতীয় বেতার ,চলচ্চিত্র ও টেলিভিশন ব্যুরোর উপপ্রধান চান হোন সেন বলেছেন , এ বছরসহ পর পর তিন বছর দেশি চলচ্চিত্র থেকে আসা আয় মোট আয়ের অর্ধেকের বেশি হবে । এ বছর চীনে স্বল্প বিনিয়োগের চলচ্চিত্রগুলোর গুনগত মান অনেক বেড়েছে , তাই দর্শকের সংখ্যা দ্রুত বাড়ছে । তিনি আরো বলেছেন , এ বছর চীনে আরো তিন শ'টি সিনেমা হল চালু হয়েছে । অনেক বেসরকারী স্টুডিও চলচ্চিত্র তৈরী করেছে , তাই এ বছর চলচ্চিত্রের টিকিট থেকে আয় অনেক বেড়েছে ।
|