- বারাদেই ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অনারারী ডক্টরেট ডিগ্রী পেয়েছেন
চীন সফররত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক মোহাম্মেদ আল-বারাদেই ৫ ডিসেম্বর চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয়---ছিংহুয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। ছিংহুয়া বিশ্ববিদ্যালয় তাঁকে অনারারী ডক্টরেট ডিগ্রী প্রদান করেছে।
ডক্টরেট ডিগ্রী দেয়ার অনুষ্ঠান শেষে বারাদেই "পরমাণু---ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করা" নামক বক্তব্য প্রদান করেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন ফলপ্রসু ব্যবস্থা নেয়া উচিত। যাতে পরমাণু বিস্তার রোধ করা যায়। কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা প্রসঙ্গে বারাদেই বলেছেন, এই সমস্যা সমাধানের প্রক্রিয়ায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংশ্লিষ্ট দেশগুলোর ইতিবাচক প্রচেষ্টা চালিয়ে কূটনৈতিক উপায়ে এই সমস্যার সমাধান করা উচিত।
- হংকং বিশ্ববিদ্যালয় থেকে মূলভূভাগের স্নাতক ছাত্রছাত্রীদের ৫০ শতাংশের হংকংয়ে কর্মসংস্থান হয়েছে
হংকং বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে মূলভূভাগের স্নাতক ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় ৫০ শতাংশের হংকংয়ে কর্মসংস্থান হয়েছে।
সম্প্রতি হংকং বিশ্ববিদ্যালয় ২০০৭ সালে মূলভূভাগের শিক্ষার্থীদের ভর্তির ব্যাখ্যা সম্মেলন শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে মূলভূভাগের স্নাতক ছাত্রছাত্রীদের কর্মসংস্থান পরিস্থিতি প্রথম ঘোষণা করা হয়। হংকংয়ে কর্মসংস্থান ছাড়া, মূলভূভাগের স্নাতক ছাত্রছাত্রীদের বেশির ভাগ হংকং বা বিদেশে গিয়ে উচ্চতর কোর্সে অংশ নেন। উল্লেখ্য,৫ শতাংশের বিদেশে কর্মসংস্থান হয়েছে।
জানা গেছে, বেশি টাকা পাওয়া ছাড়া, হংকংয়ের বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা চাকরি পাওয়ার সাত বছর পর হংকংয়ের আবাসিক কার্ড পেতে পারে। তাই মূলভূভাগের স্নাতক ছাত্রছাত্রীরা হংকংয়ে চাকরি পেতে ইচ্ছুক।
|