দু'দিনব্যাপী ২৭তম উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা কমিটির শীর্ষ সম্মেলন ১০ ডিসেম্বর সৌদী আরবের রাজধানী রিয়াদে শেষ হয়েছে। ছ'য়টি সদস্য দেশের এই শীর্ষ সম্মেলন শেষে প্রকাশিত একটি প্রস্তাবে বলা হয়েছে , উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা কমিটি পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণভাবে ব্যবহার করতে গবেষণা এবং পারমাণবিক উন্নয়নের পরিকল্পনা যৌথভাবে নির্ধারণ করবে।
এ প্রস্তাবে ইরানের পারমাণবিক সংকট শান্তিপুর্ণভাবে সমাধান করার কথাও ঘোষণা করেছে এবং ইরানকে পরিবেশ সমস্যার উপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছে। যাতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার সঙ্গে সংলাপ ও সহযোগিতা অব্যাহতভাবে চালাতে পারে । প্রস্তাবে ইসরাইলকে সংশ্লিষ্ট ব্যাপক ধ্বংসত্মক অস্ত্র প্রতিরোধ সংক্রান্ত প্রস্তাব মেনে নেয়ার তাগিদ দিয়েছে। যাতে আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা সুষ্ঠুভাবে চালানো যায়।
|