চীনের সাধারণ শুল্ক বিভাগের ১১ ডিসেম্বর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরে চীনের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ মোট ১.৭৫৮ ট্রিলিয়ন মার্কিন ডলার হয়েছে। তা ২০০১ সালের অনুরূপ সময়ের তুলনায় ১.২ ট্রিলিয়ন মার্কিন ডলার বেশী । বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের পাঁচ বছরে চীনের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ বেড়েছে।
জানা গেছে, বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের পর, চীন আমদানি শুল্ক বহুবার হ্রাস করেছে।যার ফলে আমদানির পরিমাণ দ্রুতভাবে বৃদ্ধি পেয়েছে। ২০০১ সালে চীনের আমদানির পরিমাণ ছিলো ২৪৩.৫ বিলিয়ন মার্কিন ডলার । চলতি বছরে আমদানির পরিমাণ মোট ৭৯৫ বিলিয়ন মার্কিন ডলার হবে। এ পরিমাণ আমদানির কারণে উত্স দেশগুলোর জন্যে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে এ সব দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে ।
|