v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-11 15:38:04    
কির্গিজস্তানের প্রেসিডেন্ট বাকিয়েভ কুর্মানবেক সালিয়েভিচ

cri
    বাকিয়েভ কুর্মানবেক সালিয়েভিচ ১৯৪৯ সালের অগস্ট জন্মগ্রহণ করেন। তিনি কির্গিজ জাতির লোক। ১৯৭২ সালে তিনি কুইবিশেভ প্রকোশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক হন। তিনি দীর্ঘকাল ধরে শিল্প সংস্থায় কাজ করেন ও কারখানার পরিচালক হন। ১৯৯৫ সালে তিনি জালাদ অঙ্গরাজ্যের গাভর্নর হন, ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ছু রিভার অঙ্গরাজ্যের গাভর্নর ছিলেন।

    ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন মাস পর্যন্ত, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। ২০০২ সালের অক্টোবর মাসে তিনি কির্গিজস্তানের সংসদের আইন প্রণয়ন অধিবেশনের সদস্য হন। ২০০৪ সালের নভেম্বর মাসে তিনি কির্গিজস্তানের 'গণ অভিযানের' চেয়ারম্যান হন। ২০০৫ সালের ২৫ মার্চ তিনি কির্গিজস্তানের প্রেসিডেন্ট ও প্রধামন্ত্রী হন। ২৮ মার্চ কির্গিজস্তানের সংসদ তাঁকে প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে নিযুক্ত করে। ১০ জুলাই তিনি প্রেসিডেন্টের পদে নিযুক্ত হন, এবং ১৪ আগস্ট শপথ গ্রহণ করেন।

    বাকিয়েভ চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেন। ছু রাভার অঙ্গরাজ্যের গাভর্নরের পদে নিযুক্ত থাকার সময়ে তিনি চীন সফর করেন।

    তিনি বিবাহিত, এবং তাঁর দু'জন ছেলে মেয়ে আছে।