v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-11 15:05:01    
৪--১১ ডিসেম্বর, ২০০৬

cri
চীন এবং আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলের অতিরিক্ত চুক্তি স্বাক্ষর করেছে

চীনের বাণিজ্যমন্ত্রী বো সিলাই এবং আসিয়ান দেশের অর্থ-বাণিজ্য মন্ত্রীরা ৮ ডিসেম্বর ফিলিপাইনের সেবু শহরে অনুষ্ঠিত সম্মেলনে চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলের সংশ্লিষ্ট সমস্যা নিয়ে আলোচনা করেছেন এবং "চীন -আসিয়ান অর্থনৈতিক সহযোগিতার কাঠামো চুক্তির দ্বিতীয় বার সংশোধিত প্রটোকল ও চীন -আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলের পণ্যদ্রব্যের বাণিজ্য চুক্তির সংশোধিত প্রটোকল স্বাক্ষর করেছেন।

চুক্তি স্বাক্ষরের পর বো সিলাই বলেছেন, স্বাক্ষরিত চুক্তিতে দু'পক্ষের পারস্পরিক আস্থা প্রদর্শন করা হয়েছে এবং চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলের উপর দু'পক্ষের উচ্চ গুরুত্ব প্রতিফলিত হয়েছে।

আসিয়ান দেশের অর্থ-বাণিজ্য মন্ত্রীরা বলেছেন, আসিয়ান দেশগুলো চীনের সঙ্গে মিলিত ও অব্যাহতভাবে অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।

চীন , যুক্তরাষ্ট্র,জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের জ্বালানী সম্পদ সম্মেলন পেইচিংয়ে অনুষ্ঠিত হবে

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ৭ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন ,যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত ১৬ ডিসেম্বর পেইচিংয়ে জ্বালানী সম্পদ সংক্রান্ত একটি সম্মেলনের আয়োজন করবে ।

তিনি বলেছেন, এবারের সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রধান জ্বালানী সম্পদ ব্যবহারীকারী দেশগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতা করা । সম্মেলনে জ্বালানী সম্পদের খরচ কমানো, জ্বালানী সম্পদের ব্যবহারিক মানের কার্যকরভাবে উন্নত করা এবং আন্তর্জাতিক জ্বালানী সম্পদ বাজারের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক জ্বালানী সম্পদের নিরাপত্তা সুনিশ্চিত করা নিয়ে আলোচনা করা ।

''ফনইয়েন নম্বর ২' ডি আবহাওয়া উপগ্রহ সঠিকভাবে কক্ষপথে প্রবেশ করেছে

৮ ডিসেম্বর চীনের উতক্ষেপিত ফনইয়েন নম্বর ২ ডি আবহাওয়া উপগ্রহ ৯ ডিসেম্বর ভোরে সাফল্যজনকভাবে কক্ষপথ পরিবর্তন করে সঠিকভাবে অ-ভূসমলয়সম্পন্ন কক্ষপথে প্রবেশ করেছে।চীনের সিআন উপগ্রহ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, এই উপগ্রহ যাতে ভূসমলয়সম্পন্ন কক্ষপথে প্রবেশ করতে পারে এবং সংশ্লিষ্ট পরীক্ষা সম্পন্ন করতে পারে সেই জন্যে এ পযর্ন্ত এ উপগ্রহ যে সাফল্য অর্জন করেছে তা মহাকাশে চলাচলের সুষ্ঠু অবস্থা যুগিয়ে দিয়েছে।

ফনইয়েন নম্বর ২ ডি আবহাওয়া উপগ্রহ হচ্ছে চীনের উতক্ষেপিত অষ্টম আবহাওয়া উপগ্রহ।

শাংহাইয়ে এইডস রোগ নির্ণয়ের জন্য বিকারক আবিষ্কৃত হয়েছে

চীনের শাংহাইয়ে বিশেষ জীবকোষ নিয়ে গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে জরীপের পদ্ধতিতে এইডস রোগ নির্ণয়ের জন্য এক ধরনের বিকারক আবিষ্কৃত হয়েছে । ৬ ডিসেম্বর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরীক্ষায় তা গ্রহণযোগ্য হয়েছে ।

জানা গেছে , সিডি ৪ জীবকোষের মাধ্যমে মানুষের রোগ প্রতিষেধক ব্যবস্থার অনুসন্ধান ও নিয়ন্ত্রণ করা হয় । এইডস রোগের ভাইরাস বহন করার পর সিডি ৪ জীবকোষের সংখ্যা অব্যাহতভাবে হ্রাস পাবে । ফলে রোগের প্রতিষেধক ভূমিকা নষ্ট হয়ে যাওয়ার জন্য মানুষ মারা যায় । সুতরাং সিডি ৪ জীবকোষ এমন এক ধরনের গুরুত্বপূর্ণ নিদর্শন , যার মাধ্যমে এইডস রোগী ও রোগীদের রোগ প্রতিষেধক সামর্থ্যের তত্ত্বাবধান ও পরীক্ষা করা যায় ।

মার্কিন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র অর্থাত্ সিডিসি'র পরীক্ষার মাধ্যমে এই ধরনের বিকারকের ব্যবহার পদ্ধতি সহজ এবং তার ফলাফল নির্ভরযোগ্য । এই ধরনের বিকারক ঘরের সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করা যায় ।

মার্কিন কংগ্রেসে ভারতের সঙ্গে বে-সামরিক পরমাণু শক্তি সহযোগিতা সংক্রান্ত সংশ্লিষ্ট প্রস্তাব গৃহীত হয়েছে

৯ ডিসেম্বর ভোরে মার্কিন কংগ্রেসে ভারতের কাছে পারমাণবিক জ্বালানী ও প্রযুক্তি বিক্রি করার প্রস্তাব গৃহীত হয়েছে। ৮ ডিসেম্বর সন্ধ্যায় কংগ্রেসের প্রতিনিধি পরিষদে এই প্রস্তাবের পক্ষে পড়েছে ৩৩০টি ভোট, বিপক্ষে পড়েছে ৫৯টি ভোট। প্রেসিডেন্ট জজ বুশের কাছে এই প্রস্তাব দাখিল করা হবে। প্রেসিডেন্ট বুশ আনুষ্ঠানিকভাবে সই করার পর এই প্রস্তাব আইনগত পত্রে পরিণত হবে।

উল্লেখ্য , বুশ সরকার ক্ষমতাসীন হওয়ার পর ,মার্কিন-ভারত সম্পর্ক নিবিড়ভাবে উন্নততর হয়েছে। গত বছরের জুলাই মাসে ভারতের প্রধান মন্ত্রী মনোমোহন সিং মার্কিন যুক্তরাষ্ট্রসফরের সময় বে সামরিক পরমাণু শক্তি উন্নয়নের ক্ষেত্রেযুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সার্বিক সহযোগিতা চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলো।

বেলুচিস্তানের উন্নয়ন বিষয় নিয়ে আমি যে কোনো লোকের সঙ্গে বৈঠক করতে আগ্রহীঃ মোশাররফ

৯ ডিসেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররাফ বলেছেন , পাকিস্তান সরকার বেলুচিস্থানের শান্তি ও উন্নয়ন বিষয় নিয়ে যে কোনো লোকের সঙ্গে বৈঠক করতে আগ্রহী এবং অস্ত্রত্যাগ করলে সশস্ত্র ব্যক্তিদের ক্ষমা করতে চায় । ৯ ডিসেম্বর বেলুচিস্তানে তিন দিনব্যাপী পরিদর্শন শেষে মুশাররফ সাংবাদিকদের এ কথা বলেছেন । তিনি আরো বলেছেন , সরকারের দরজা সব সময় খোলা আছে । যে কোনো লোক বেলুচিস্তান সমস্যা নিয়ে সরকারের সঙ্গে আলোচনার করতে পারেন । তবে সরকার কোনো লোককে আলোচনা বৈঠকে বসতে অনুরোধ জানাবে না ।

তিনি বলেছেন ,আগের পাকিস্তান সরকার ও প্রাদেশিক সরকার বেলুচিস্তানের উন্নয়ন অবহেলা করেছিল । বর্তমান সরকার এ প্রদেশের উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে । এ জন্য তিনি যে কোনো লোকের সঙ্গে বৈঠক করতে আগ্রহী ।

পাকিস্তান সফলভাবে এক স্বল্প পাল্লার ব্যালেষ্টিক ক্ষেপণাস্ত্র উতক্ষেপন করেছে

পাকিস্তানের সামরিক সূত্র ৯ ডিসেম্বর জানিয়েছে, ৯ ডিসেম্বর পাকিস্তান সফলভাবে এক স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উতক্ষেপন করেছে।

পাকিস্তানের সরকারী বাতার্সংস্থার একটি খবরে বলা হয়েছে, এবারের পরীক্ষামূলক উতক্ষেপন হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনীর মহড়ার একটি অংশ। আতফ ৩ নামে এই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের কার্যকর উতক্ষেপনের দূরত্ব ২৯০ কিলোমিটার। এটা হল গত দু' মাসের মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর উতক্ষেপিততৃতীয় ব্যালেষ্টিক ক্ষেপণাস্ত্র। গত ১৬ ও ২৯ নভেম্বর পাকিস্তানের সামরিক বাহিনী আলাদা আলাদাভাবে সাফল্যজনকভাবে আতফ ৫ মাঝারি পাল্লারএবং আতফ ৪ নতুন ধরনের ব্যালেষ্টিক ক্ষেপণাস্ত্র উতক্ষেপন করেছে।

শ্রীলংকার সরকারী বাহিনী ও তামিল টাইগারদের মধ্যে লড়াই

শ্রীলংকার রাষ্ট্রীয় নিরাপত্তা তথ্য কেন্দ্র ১০ ডিসেম্বর জানিয়েছে, ৯ ডিসেম্বর থেকে শ্রীলংকার পূর্বাঞ্চলে সরকারী বাহিনী ও তামিল টাইগারদের মধ্যে লড়াই চলছে। ১০ ডিসেম্বর ভোরপযর্ন্তসরকারী বাহিনীর কমপক্ষেদু'জন সৈন্য ও এক জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এর আগে অর্থাত ৬ ডিসেম্বর তামিল টাইগারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নরওয়ের শান্তির বিশেষ দূত হানস বয় ৮ ডিসেম্বর তামিল টাইগারদের আবার আলোচনা টেবিলে ফিরে আসতে রাজি করিয়েছিলেন। কিন্তু তাঁর এ উদ্যোগ বিফল হয়েছে ।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের তৃতীয় সম্মেলন শেষ

দুই সপ্তাহব্যাপী জাতিসংঘ মানবাধিকার পরিষদের তৃতীয় সম্মেলন ৮ ডিসেম্বর জেনেভায় শেষ হয়েছে। সম্মেলনে মানবাধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের কর্মকর্তা লুইস আর্বোর পরিষদের কাজের রিপোর্ট দিয়েছেন। সম্মেলনে পাঁচটি প্রস্তাব যাচাই এবং গৃহীত হয়েছে।

সম্মেলনে প্রধানত ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি এবং লেবানন তদন্ত কমিটির রিপোর্ট যাচাই করা হয়। সম্মেলনে যথাশীঘ্র গত জুলাই মাসে মানবাধিকার পরিষদের প্রথম বিশেষ সম্মেলনে গৃহীত প্রস্তাব বাস্তবায়ন এবং ফিলিস্তিনে দখলকৃত ভূখন্ডে তদন্ত দল পাঠানোর দাবি জানানো হয়েছে।

সম্মেলনে মানবাধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের বিশেষ কর্মকর্তাদের প্রতি লেবানন সরকারের সঙ্গে তদন্ত কমিটির রিপোর্ট ও কমিটির প্রস্তাব নিয়ে আলোচনার আবেদন জানানো হয়েছে।

বৃটেন, ফ্রান্স এবং জার্মানী ইরান সমস্যা সম্পর্কিত নতুন খসড়া প্রস্তাব বিতরণ করেছে

বৃটেন, ফ্রান্স ও জার্মানী ৮ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের কাছে ইরান সমস্যা সম্পর্কিত সংশোধিত নতুন খসড়া প্রস্তাব বিতরণ করেছে। তারা আশা করে যে, নিরাপত্তা পরিষদ শীগগীরই ভোট নিয়ে এই প্রস্তাব পাস করবে।

সংশোধিত খসড়া প্রস্তাবে ইরানকে অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ভারী পানি রিঅ্যাক্টরের সঙ্গে জড়িত যাবতীয় তত্পরতা বন্ধ করা এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষণ গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। অক্টোবরের শেষ নাগাদ উল্লেখিত তিন দেশের দাখিলকৃত পুরনো খসড়া প্রস্তাবের তুলনায় নতুন খসড়া প্রস্তাবে হালকা রিঅ্যাক্টর ও নিম্ন শুদ্ধতা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সঙ্গে জড়িত বাণিজ্যের উপর নিশেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

সেনিলাগাকালি ফিজির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী

ফিজির সশস্ত্র বাহিনীর প্রধান ভোরেক বাইনিমারামা ৬ ডিসেম্বর রাজধানী সুভায় শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন এবং রাজনৈতিক পটভূমিহীন জোনা বারাভিলালালা সেনিলাগাকালিকে ফিজির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন।

  বাইনিমারামা বলেছেন, সেনিলাগাকালি'র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হওয়া ফিজির সংবিধানের নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ। বাইনিমারামা একই দিনে আরো ঘোষণা করেছেন, ফিজির দেশব্যাপী জরুরী অবস্থা অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, গত ৫ ডিসেম্বর বাইনিমারামা ঘোষণা করেছেন, সামরিক বাহিনী সরকারের ক্ষমতা গ্রহণসহ সারা দেশের নিয়ন্ত্রণের ভার নিজেদের আয়ত্বে নিয়েছে।