|
আফগানিস্তানে মোতায়েন আন্তর্জাতিক নিরাপত্তাসহায়তা বাহিনীর বিমান আক্রমণে ৪ জন আফগান বে- সামরিক নাগরিক নিহত
cri
|
আফগান পুলিস সূত্র ১০ ডিসেম্বর স্বীকার করেছে, ৯ ডিসেম্বর আফগানিস্তানে মোতায়েন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর একটি বিমান আক্রমণে ৪ জন আফগান বে সামরিক নাগরিক নিহত হয়েছে।১০ ডিসেম্বর আফগানিস্তানের মহা পুলিশ পরিদর্শক আবদুল করিম বলেছেন, আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী লাগমান প্রদেশে সামরিক অভিযান চালানোর সময় একটি স্থানীয় বাসভবণের উপর বিমান আক্রমণ চালায়। এতে ৪ জন বে সামরিক নাগরিক নিহত আর ১ জন আহত হয়। তিনি বলেন, এই বাসভবনে তালিবান গেরিলাদের লুকিয়ে থাকার খবর পেয়ে আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী এই বাসভবণ লক্ষ্য করে আঘাত হানে।
|
|