 সম্প্রতি ইরান যে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি উপেক্ষা করে অব্যাহতভাবে পারমাণবিক পরিকল্পনা চালাচ্ছে তা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।

জার্মানির "স্পীগেল" সপ্তাহিক পত্রিকার খবরে প্রকাশ, সাক্ষাত্কার দেয়ার সময়ে ওলমার্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানিয়েছেন যাতে কার্যকর ব্যবস্থা নিয়ে ইরানের পরিকল্পনা ত্যাগ করাবে। ইরানের সমস্যায় সামরিক হামলা প্রশ্নে ওলমার্ট বলেছেন, এই সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ইরান তার পারমাণবিক পরিকল্পনা বাধ্য করেনি।
|