পূর্ব যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় ৯ ডিসেম্বর রাতে ৮টা ৪৭ মিনিটে ডিসকোভারি মহাশূন্যযান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি মহাশূন্য কেন্দ্র থেকে সাফল্যের সঙ্গে উতক্ষেপিত হয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ফিরে গেছে। চার বছর ধরে এ প্রথম বার মহাশূন্যযান রাতে উতক্ষেপিত হয়।
নাসা সূত্রে জানা গেছে, ডিসকোভারির এবারের কাজ আগের চেয়ে বেশ জটিল। এবার স্পেস স্টেশনের জন্য নতুন যন্ত্রপাতি এবং লেব্রয়ারির যন্ত্রপাতি পাঠানোর কথা। স্পেস স্টেশনের সঙ্গে সংযুক্ত হওয়ার সময়ে ৭ জন নভোচারী ৩ বার নভোযানের বাইরে যাবেন। তারা নভযানের কিছু যন্ত্রপাতি ঠিক করবেন এবং বৈদ্যুতিক ব্যবস্থার লাইন পুনরায় মেরামত করবেন।
ডিসকোভারির ২১ ডিসেম্বর পৃথিবীতে ফিরে আসার কথা। চলতি বছরে মার্কিন নভোযান তিন বার মহাশূন্যে কাজ করার জন্য উতক্ষেপিত হয়
1 2 3 4
|