সিংহুয়া বার্তা সংস্থার একটি খবরে বলা হয়েছে , চীনের ৩১টি প্রদেশ , স্বায়তশাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত মহানগরের সরকার প্রশাসনের কাজ প্রকাশ করার ব্যবস্থা নিয়েছে । জানা গেছে , পেইচিং পৌর সরকার , হুনান , কুইচৌ প্রদেশ ও সেনইয়াং ও নানচিং শহরে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা নির্বাচনের ব্যবস্থা নেয়া হয়েছে । কুয়াং তুং প্রদেশ এবং ছুনছিং ও সেনইয়ান শহরে সরকারী কর্মকর্তাদের দায়দায়িত্ব প্রকাশ্যে নির্ণয় করার ব্যবস্থা নেয়া হয়েছে । এ ছাড়া কিছু অঞ্চলের স্থানীয় সরকার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যময় প্রশাসনিক পরিসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে । এ সব পরিসেবা কেন্দ্রের কল্যানে প্রশাসনিক আনুষ্ঠানিকতা অনেক সহজ হয়েছে ।
এর পাশাপাশি চীনের বেশির ভাগ সরকারী বিভাগ নিজ বিভাগের ওয়েবসাইট খুলেছে । সরকারের প্রশাসন সম্পর্কিত সিদ্ধান্ত ও নিয়মবিধি নাগরিকরা ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারেন । এ ব্যবস্থা সরকার ও নাগরিকদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে ।
|